সঙ্গে আছি। - ফাইল ছবি।
কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধন্যবাদজ্ঞাপক টুইটের জবাবে বৃহস্পতিবার তাঁর টুইটে এ কথা লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এই আপৎকালীন অবস্থায় আমেরিকাকে ম্যালেরিয়া প্রতিরোধী ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বুধবার টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট।
তারই জবাবে এ দিন মোদী লিখেছেন, ‘‘কোভিড-১৯-এর বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে সহায়তা করার জন্য যা যা করা সম্ভব, ভারত তার সব কিছুই করবে। আমরা একই সঙ্গে এই লড়াইয়ে জিতব।’’
এই আপৎকালীন অবস্থায় ভারত আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করার সিদ্ধান্ত ঘোষণা করায় প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বুধবার টুইটে লেখেন, ‘‘এমন অভূতপূর্ব সময়েই বন্ধুত্ব আরও জোরদার হয়ে ওঠে। হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহের সিদ্ধান্তের জন্য ভারত ও ভারতবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। এই সহায়তার কথা কোনও দিন ভুলব না। শুধুই ভারতকে সঠিক ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য নয়, সভ্যতার এই লড়াইয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী মোদীকে।’’
Fully agree with you President @realDonaldTrump. Times like these bring friends closer. The India-US partnership is stronger than ever.
— Narendra Modi (@narendramodi) April 9, 2020
India shall do everything possible to help humanity's fight against COVID-19.
We shall win this together. https://t.co/0U2xsZNexE
তার জবাব দিতে গিয়ে এ দিন মোদী তাঁর টুইটে লেখেন, ‘‘আপনার সঙ্গে আমি একমত। এমন অবস্থাতেই বন্ধুত্ব আরও মজবুত হয়ে ওঠে। ভারত-মার্কিন সম্পর্ক এর আগে এতটা মজবুত হয়ে ওঠেনি কখনও।’’
আরও পড়ুন- আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মৃত প্রায় ২ হাজার, বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ১৫ লক্ষ
আরও পড়ুন- ‘মোদী মহান’, হাইড্রক্সিক্লোরোকুইনে ছাড় দিতেই প্রশংসায় ট্রাম্প
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy