বাকুঁড়া বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা করার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সাঁওতালি ফোক এবং ভাস্কর্য নিয়ে এক বছরের ডিপ্লোমা কোর্সে আগ্রহীদের ভর্তি নেওয়া হবে।
যাঁরা দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন, তাঁরা এই কোর্সগুলি করার জন্য আবেদন জানাতে পারবেন। মোট এক বছরের মধ্যে ক্লাস সম্পূর্ণ হবে। ২০২৫-এর জানুয়ারিতে ক্লাস শুরু হবে এবং চলবে ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন:
-
ইঞ্জিনিয়াররা পাবেন চাকরির সুযোগ, রইল ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেডে আবেদনের খুঁটিনাটি
-
প্রজেক্ট ফেলো হিসাবে কাজ করতে চান? উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দিচ্ছে সুযোগ
-
মাইক্রোবায়াল বায়োটেকনোলজির বিশেষ ক্লাস করার সুযোগ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে
-
মাধ্যমিকে অঙ্ক নিয়ে ভয় কাটাতে কী করণীয়? একগুচ্ছ পরামর্শ দিলেন বিশেষজ্ঞ
সাঁওতালি ফোক নিয়ে যাঁরা পড়তে চান, তাঁদের কোর্স ফি হিসাবে ৫,৪৫০ টাকা দিতে হবে। ভাস্কর্য নিয়ে পড়তে আগ্রহীদের কোর্স হিসাবে ৯,৪৫০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের জন্য আলাদা করে ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের জন্য অনলাইনে পোর্টাল চালু রাখা হবে ৪ জানুয়ারি পর্যন্ত। মেধাতালিকা প্রকাশিত হবে ৭ জানুয়ারি। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৪ জানুয়ারির মধ্যে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।