টম মুর। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গোটা পৃথিবীর সঙ্গে তিনিও শামিল হতে চেয়েছিলেন, তবে একটু অন্য ভাবে। তাঁর ১০০ তম জন্মদিনের আগেই ১০০ পা হাঁটার চ্যালেঞ্জ নিয়েছিলেন। আর সেই চ্যালেঞ্জের মাধ্যমে তহবিল গড়বেন বলে ঠিক করেছিলেন। আর তাতেই উঠে এল প্রায় ৫২ কোটি টাকা।
ব্রিটিশ সেনা অফিসার ক্যাপ্টেন টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়াতে উদ্যোগী হন। ‘জাস্ট গিভিং ডট কম’ সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড ( প্রায় সাত লাখ ৬৭ হাজার টাকা)। সেই অর্থ তুলে দেওয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে।
মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে। তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।
আরও পড়ুন: লকডাউনের মধ্যেই এয়ার অ্যাম্বুল্যান্সে দম্পতির কাছে এল সদ্যোজাত
৬ এপ্রিল তিনি ১০০ পা হাঁটার লক্ষ্য পূরণ করে ফেলেন। আর তহবিলে এখনও পর্যন্ত জমা পড়েছে ভারতীয় মুদ্রায় ৬৬ কোটি ৮৫ লাখ টাকা। গোটা বিশ্ব থেকে প্রায় দু’ লাখ ৬০ হাজার মানুষ এই তহবিলে দান করেছেন। যাঁরা তাঁর উদ্যোগকে সফল করেছেন ক্যাপ্টেন মুর তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীদেরও।
আরও পড়ুন: জলের কল থেকে ৩ ঘণ্টা ধরে বেরিয়ে এল রেড ওয়াইন
দেখুন মুরের পোস্ট:
7 MILLION POUNDS!!!!
— Captain Tom Moore (@captaintommoore) April 15, 2020
The Great British public, your generosity is just incredible!
THANK YOU!! #walkwithtom #TomorrowWillBeAGoodDay @NHSCharities @BBCNaga @mrdanwalker @louiseminchin @piersmorgan @susannareid100
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy