এ যেন প্রকৃতির জারি করা কার্ফু। মানতে বাধ্য বিশ্ববাসী। করোনাভাইরাসের দাপটে ঘরবন্দি হতে বাধ্য হয়েছেন বিশ্ববাসী। অর্থনীতির মতো স্তব্ধ বিভিন্ন দেশের জনজীবনও। আক্ষরিক অর্থেই জনশূন্য বিভিন্ন দেশের রাজপথ। এখনও অবধি করোনা-আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দু’লক্ষ। মৃত প্রায় ন’হাজার মানুষ। সুস্থ হয়েছেন প্রায় ৮৬ হাজার আক্রান্ত। দিনের ব্যস্ত সময়ে আতঙ্কের শীতল নিস্তব্ধতার সাক্ষী বেজিং-এর রাজপথ।
২৭০০ বছরের বেশি প্রাচীন ঐতিহাসিক রোম শহরের সব পথ এখন পাণ্ডববর্জিত। চিনের পরে ইতালিই সবথেকে বেশি মাশুল দিয়েছে করোনাভাইরাসের। অতীতের নবজাগরণের উন্মেষ হওয়া দেশ এখন আতঙ্কের প্রহর গুনছে। সবথেকে বেশি আক্রান্ত দেশের উত্তর অংশ। সব মিলিয়ে ইতালির বিভিন্ন প্রান্তে মৃতের সংখ্যা প্রায় ৩০০০। আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৭১৩ জন। করোনা থেকে মুক্তির খোঁজে গৃহবন্দি ইটালিবাসী। প্রাণের স্পন্দন হারিয়েছে তার সুদৃশ রাজপথ।