মুহাম্মদ ইউনূস। —ফাইল ছবি।
বাংলাদেশে ‘একনায়কতন্ত্র রুখতে’ একগুচ্ছ প্রস্তাব দিতে চলেছে সে দেশের সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, বুধবারই অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের কাছে এই সমস্ত প্রস্তাব জমা দিতে চলেছেন কমিশনের সদস্যেরা।
কী কী সাংবিধানিক বদল আসছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে ‘প্রথম আলো’ কমিশনের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বাংলাদেশে এ বার দুই কক্ষের আইনসভা হতে চলেছে। সংসদের নিম্নকক্ষে থাকবে ৪০০ আসন, যার মধ্যে ১০০টি সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। এই ৪০০ জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। আর সংসদের উচ্চকক্ষে থাকবে ১০৫টি আসন। ১০৫ জন সদস্য আনুপাতিক ভোট পদ্ধতিতে নির্বাচিত হবেন। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে ৫০৫টি।
সে দেশের আর এক সংবাদপত্র ‘দ্য ডেলি স্টার’ কমিশন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, দু’দফার বেশি কেউ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না, এমন প্রস্তাব জমা পড়তে চলেছে অন্তর্বর্তী সরকারের কাছে। তা ছাড়া ভোটে দাঁড়ানোর সর্বনিম্ন বয়স ২৫ থেকে কমিয়ে ২১ করা হচ্ছে। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করার কথাও নাকি প্রস্তাবে বলা হয়েছে। তবে এই প্রস্তাব কার্যকর হবে কি না, তা বিভিন্ন দলের সঙ্গে কথা বলে চূড়ান্ত করবে বাংলাদেশ সরকার।
গোড়ার দিন থেকেই বাংলাদেশের আইনসভা এক কক্ষবিশিষ্ট। বর্তমানে তার সদস্যসংখ্যা ৩৫০। ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। সাধারণ নির্বাচনে পাওয়া আসনের অনুপাতে ওই সংরক্ষিত আসনগুলি বণ্টন করা হয়ে থাকে। সংস্কার কমিশনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে, উচ্চকক্ষের ১০৫ জন সদস্যের মধ্যে ৫ জনকে রাষ্ট্রপতি নিজে মনোনীত করবেন। সমাজের পিছিয়ে পড়া অংশকে আইনসভায় নিয়ে আসতেই এই ভাবনা বলে সংস্কার কমিশন সূত্রে খবর।
‘প্রথম আলো’ ওই সূত্রকে উদ্ধৃত করে এ-ও জানিয়েছে যে, সাংবিধানিক একনায়কতন্ত্র ঠেকাতে এবং এক ব্যক্তির হাতে যাতে ক্ষমতা কুক্ষিগত হয়ে না-যায়, তা সুনিশ্চিত করতেই একাধিক সুপারিশ করতে চলেছে কমিশন। প্রসঙ্গত, খালেদা জিয়ার বিএনপি-সহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল দীর্ঘ দিন ধরেই দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের দাবি জানিয়ে আসছে।
শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকার দেশের ‘দুর্বল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে’ অন্তত ১৫টি কমিশন গঠন করে। তার একটি হল সংবিধান সংস্কার কমিশন। গত ৩ অক্টোবর গঠিত এই কমিশনকে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy