সরাসরি আমেরিকাকে হুমকি চিনের। —ফাইল চিত্র।
তাইওয়ানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে এ বার মার্কিন সরকারকে সরাসরি হুমকি দিল চিন। ‘আগুন নিয়ে খেলো না,’ বলে শুক্রবারই পেন্টাগনকে হুঁশিয়ারি দিয়েছিলেন চিনা কূটনীতিক ওয়াং ই। এ বার চিনা বিদেশ দফতর জানিয়ে দিল, অবিলম্বে বাতিল না করলে ওই চুক্তিতে নাম থাকা মার্কিন সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা বসানো হবে। শি চিনফিং সরকারের দাবি, এই চুক্তি চিনের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার পক্ষে ক্ষতিকর।
সম্প্রতি তাইওয়ানের সঙ্গে ২২০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি করে মার্কিন সরকার। চলতি সপ্তাহের সোমবার তাতে অনুমোদন দেয় মার্কিন বিদেশ দফতর। পরে পেন্টাগনের তরফে জানানো হয়, চুক্তি অনুযায়ী ১০৮টি জেনারেল ডায়নামিকস কর্প এম১এ২টি আব্রামস ট্যাঙ্ক, রেথিওন সংস্থার তৈরি ২৫০টি স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম তাইওয়ানের হাতে তুলে দেওয়া হবে।
এই চুক্তির ফলে ওই অঞ্চলের সামরিক শক্তির ভারসাম্য কোনও ভাবেই বিঘ্নিত হবে না বলে ওয়াশিংটনের তরফে নিশ্চিত করা হলেও, তা মনঃপুত হয়নি বেজিংয়ের। বাণিজ্য শুল্ক নিয়ে গত এক বছর ধরে দু’দেশের মধ্যে টানাপড়েন চলছে। তার মধ্যেই শুক্রবার মার্কিন সরকারকে এই চুক্তি বাতিল করার দাবি জানায় চিনফিং সরকার।
আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে অসমে বন্যা পরিস্থিতি, মৃত ছয়, ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ
চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং জানান, তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রাথমিক নিয়মকানুন লঙ্ঘন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৭২ সালে শাংহাই কমিউনিকে তাইওয়ানকে চিনের অংশ বলে মেনে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই চুক্তি সেই আমেরিকার সেই অবস্থানেরও পরিপন্থী বলে মন্তব্য করেন জেং শুয়াং। তিনি বলেন, ‘‘জাতীয় স্বার্থ রক্ষায় তাইওয়ানের সঙ্গে অস্ত্রচুক্তিতে জড়িত মার্কিন সংস্থাগুলির উপর নিষেধাজ্ঞা বসাতে বাধ্য হব আমরা।’’ এর আগে, শুক্রবার বুদাপেস্ট থেকে মার্কিন সরকারকে ‘আগুন নিয়ে না খেলা’র পরামর্শ দেন চিনা কূটনীতিক ওয়াং ই-ও।
আরও পড়ুন: ‘শক্তি পরীক্ষায় ভয় পাচ্ছে বিজেপি, কর্নাটকে জিতব আমরাই’, দাবি সিদ্দারামাইয়ার
বিষয়টি নিয়ে মার্কিন বিদেশ দফতরের তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি। কোনও প্রতিক্রিয়া মেলেনি তাইওয়ানের তরফেও। তবে মার্কিন সংস্থাগুলির উপর চিনা নিষেধাজ্ঞা বসলে, তাতে দুই দেশের সম্পর্কে কতটা প্রভাব পড়বে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরাও। কারণ ১৯৮৯ সালে তিয়ানানমেন স্ক্যোয়ার গণহত্যাকাণ্ডের পর থেকেই বেজিংয়ের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা সংস্থাগুলির ব্যবসা বন্ধ।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy