ক্রমশ শক্তি বাড়াচ্ছে পাকিস্তান। ফাইল ছবি।
চিনের কাছ থেকে আধুনিক যুদ্ধজাহাজ পেল পাকিস্তান। সে দেশের সরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি, এর আগে এত বড় যুদ্ধজাহাজ রফতানি করেনি চিন।
Commissioning Ceremony of PNS Tughril in Shanghai today. A historic day exemplifying China-Pakistan Friendship. The state-of-the-art multi mission frigate will strengthen Pakistan’s Navy maritime defence capabilities. @ForeignOfficePk @SMQureshiPTI @zlj517 @AmbNong pic.twitter.com/6x4i5P3Ckd
— Moin ul Haque (@PakAmbChina) November 8, 2021
চিনের স্টেট শিপ বিল্ডিং কর্পোরেশন লিমিটেড (সিএসএসসি) তৈরি করেছে এই পেল্লায় যুদ্ধজাহাজটি। চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ জানাচ্ছে, সাংহাইয়ে একটি অনুষ্ঠানে জাহাজটি আনুষ্ঠানিক ভাবে পাক নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে ‘পিএনএস তুঘ্রিল’। এর ফলে পাকিস্তানের নৌবাহিনীর শক্তি এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল বলে সে দেশের সেনা সূত্রে দাবি করা হয়েছে।
গ্লোবাল টাইমসের দাবি, ‘পিএনএস তুঘ্রিল’ প্রযুক্তিগত ভাবে অত্যন্ত উন্নত এবং ভূমি থেকে ভূমি, ভূমি থেকে আকাশ কিংবা জলের তলায় শত্রু নিকেশে সমান কার্যকরী। পাশাপাশি রয়েছে নজরদারির ক্ষমতা। শত্রুপক্ষের যে কোনও হামলা মোকাবিলায় সক্ষম এই রণতরী।
চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, এর আগে এত বড় এবং এত আধুনিক প্রযুক্তি সম্পন্ন রণতরী রফতানি করেনি চিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy