উহান হুশেনশান হাসপাতাল। ছবি: পিটিআই।
মাত্র ১০ দিনে তৈরি হয়ে গেল এক হাজার শয্যার একটি আস্ত একটি হাসপাতাল। করোনাভাইরাসের মোকাবিলা করতে চিনের উহান প্রদেশে হুশেনশান হাসপাতালটি গড়ে তোলা হয়েছে। দ্রুত হাসপাতাল তৈরির খবর আগেই প্রকাশ্যে এসেছিল। সোমবার নবনির্মিত এই হাসপাতালে চিকিত্সক ও চিকিত্সা কর্মীরা কাজ শুরু করেছেন।
কী ভাবে দ্রুত এই হাসপাতালটি গড়ে উঠেছে তার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। চিনের প্রশাসনের তরফে জানানো হয়েছে ২৪ জানুয়ারি হাসপাতাল তৈরির কাজ শুরু হয়। ২ ফেব্রুয়ারি কাজ শেষ হয়। সোমবার ৩ ফেব্রুয়ারি সেটিতে চিকিত্সার কাজ শুরু হয়েছে।
কয়েক মিনিটের ভিডিয়োতে তুলে ধরা হয়েছে ১০ দিন ধরে টানা কী ভাবে কাজ করে গড়ে তোলা হয়েছে হাসপাতালটি। বড় বড় কংক্রিটের ব্লক এনে জুড়ে দেওয়া হয়েছে। সেগুলি এক একটি বড় বড় কামরার সমান। তারপর অন্যান্য সরঞ্জাম লাগিয়ে দেওয়া হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে রুমগুলির জন্য এসি-ও বসানো হয়েছে।
আরও পড়ুন: এই প্রথম নয়, নতুন নতুন রূপে ফিরে আসে আতঙ্কের করোনাভাইরাস
আরও পড়ুন: পোষা জোঁক-কে হাত থেকে রক্ত খাওয়ানোর দৃশ্য ফের উঠে এল সোশ্যাল মিডিয়ায়
দেখুন সেই ভিডিয়ো:
টুইটার, ফেসবুক, টিকটক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হাসপাতালটি গড়ে ওঠার এমন বেশ কিছু ভিডিয়ো আপলোড হয়েছে। এত দ্রুত হাসপাতালটি তৈরি করতে ঠিক কত লোক বা কত অর্থ লেগেছে সে সম্পর্কে সরকারি ভাবে এখনও কিছু প্রকাশ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ার ইউজাররা নিজেদের মতো কিছু তথ্য দিয়েছেন।
আরও পড়ুন: ফলোয়ার বাড়ানোর জন্য এই সব করছেন সাক্ষী, ফাঁস করে দিলেন ধোনি
দেখুন হাসপাতাল তৈরির সেই ভিডিয়ো:
Ready to use: Timeline of Huoshenshan Hospital's construction #coronavirus pic.twitter.com/XE2ZmmUYev
— CGTN (@CGTNOfficial) February 3, 2020
Mission complete! 110s time-lapse video shows the construction of Wuhan’s Huoshenshan Hospital from Jan 23 to Feb 2. That's how hardwork and science can together achieve. Let's construct positivity. #coronaviruspic.twitter.com/XCTLDAXemS
— Prasanth E, IFS (@Prasanth_IFS) February 3, 2020
A glimpse at Huoshenshan Hospital from space: A hospital built in 10 days in Wuhan to tackle #coronavirus outbreak. #pneumonia pic.twitter.com/G1sToeWPoY
— China Xinhua News (@XHNews) February 3, 2020
Timelapse video showing the 4th day of constructing Huoshenshan Hospital, a new facility providing 700 to 1,000 beds for #coronavirus patients in #Wuhan. The hospital is expected to complete on Feb 2. pic.twitter.com/tMdoVXtd1O
— People's Daily, China (@PDChina) January 27, 2020
We are racing against time. The 1st building of #Wuhan's #Coronavirus hospital, Huoshenshan hospital, was completed in 16 hours. China Construction which built the hospital is the same company which built the Multan-Sukkor Motorway and the Centaurus. Let’s pray for Wuhan & China! pic.twitter.com/ENgZPO2RS1
— Lijian Zhao 赵立坚 (@zlj517) January 27, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy