Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
New Year Celebration in Kolkata

সাবধান! বর্ষবরণ উৎসবে বেচাল দেখলেই ব্যবস্থা, জানালেন সিপি! কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে

মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কলকাতার পুলিশ কমিশনার। শুধু তা-ই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে।

Kolkata Police arranged special security on festival season

কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। —নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৯
Share: Save:

নতুন বছরকে বরণ করতে তৈরি কলকাতা। কিন্তু উৎসবের শহরে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে দিকে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে এমনই জানাল কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। বর্ষবরণে কলকাতায় বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে। এ ছাড়াও রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার কথাও ঘোষণা করলেন মনোজ।

বর্ষবরণে শহরের নিরাপত্তা পর্যালোচনা করে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা শনিবার জানান কলকাতার পুলিশ কমিশনার। তিনি জানান, বর্ষবরণ উপলক্ষে শহরের যেখানে যেখানে ভিড় হয়, যেমন চিড়িয়াখানা, জাদুঘর ইত্যাদি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে। সকলকে আইন মেনে বর্ষবরণ উদ্‌যাপন করার আর্জি জানান মনোজ। তবে উৎসবের মরসুমে মহিলা এবং শিশুদের নিরাপত্তার দিকে বেশি নজর থাকবে। অসুস্থ, বয়স্ক বা অ্যাম্বুল্যান্সের যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তা-ও পুলিশের নজর রাখবে।

মত্ত অবস্থায় বা বেপরোয়া ভাবে গাড়ি চালালে, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মনোজ। শুধু তা-ই নয়, শ্লীলতাহানি বা মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের উপরও নজর থাকবে। ৩১ এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে চার হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। বর্ষবরণ উপলক্ষে যে হেতু পার্ক স্ট্রিট এলাকায় বেশি ভিড় হয়, তাই সেখানে পুলিশের বিশেষ নজর থাকবে। সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার দায়িত্বে।

শহরে ৫০টির বেশি জায়গায় স্পেশ্যাল নাকা চেকিংয়ের বন্দোবস্ত থাকবে। এ ছাড়া কারও যদি কোনও অসুবিধা হয়, তবে পুলিশের সহায়তা কেন্দ্র থাকবে বিভিন্ন জায়গায়। মা উড়ালপুলে বাইক আরোহীদের জন্য ২৪ ঘণ্টা ছাড় দেওয়া হল। আগে রাতে মা উড়ালপুলে বাইক উঠতে দেওয়া হত না। তবে এ বার থেকে ছাড় দেওয়া হচ্ছে। অবশ্যই বেপরোয়া গতির দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

New Year Celebration Kolkata Police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy