Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Glass Bridge

আতঙ্কই আকর্ষণ তিন হাজার আটশো ফুট উঁচু কাচের এই স্কাইওয়াকের

এর উপর দিয়ে হাঁটার সময় নীচের দিকে তাকালে মনে হয় যেন শূন্যে দাঁড়িয়ে আছেন! উত্তর চিনের হুবেই প্রদেশের এই স্কাইওয়াকে রয়েছে আরও বেশ কিছু চমক। আসুন জেনে নেওয়া যাক এই স্কাইওয়াক সম্পর্কে কয়েকটি আকর্ষণীয় তথ্য।

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৭ ১৪:০৭
Share: Save:
০১ ০৬
উত্তর চিনের হুবেই প্রদেশের এই স্কাইওয়াকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার আটশো ফুট উঁচুতে।

উত্তর চিনের হুবেই প্রদেশের এই স্কাইওয়াকটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার আটশো ফুট উঁচুতে।

০২ ০৬
রুক্ষ পরিবেশে খাড়া পাহাড়ের গা ঘেঁসে শূন্যে ঝুলে থাকা এই স্কাইওয়াকটি ফি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষিত করে।

রুক্ষ পরিবেশে খাড়া পাহাড়ের গা ঘেঁসে শূন্যে ঝুলে থাকা এই স্কাইওয়াকটি ফি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষিত করে।

০৩ ০৬
হুবেই প্রদেশের এই স্কাইওয়াকটি প্রায় ৮৭২ ফুট লম্বা এবং চওড়ায় সাড়ে ছ’ ফুট।

হুবেই প্রদেশের এই স্কাইওয়াকটি প্রায় ৮৭২ ফুট লম্বা এবং চওড়ায় সাড়ে ছ’ ফুট।

০৪ ০৬
এই স্কাইওয়াকটিতে রয়েছে ইনফ্রারেড প্রযুক্তির বিশেষ ডিসপ্লে গ্লাস যার ফলে কাচের মেঝেতে পা ফেললেই চিড় ধরার মতো ফাটলের কৃত্তিম দাগ তৈরি হয়।

এই স্কাইওয়াকটিতে রয়েছে ইনফ্রারেড প্রযুক্তির বিশেষ ডিসপ্লে গ্লাস যার ফলে কাচের মেঝেতে পা ফেললেই চিড় ধরার মতো ফাটলের কৃত্তিম দাগ তৈরি হয়।

০৫ ০৬
স্কাইওয়াকটির বিশেষ ‘সাউন্ড এফেক্ট’-এর সাহায্যে কাচের মেঝেতে পা ফেললেই চিড় ধরার মতো শব্দ হতে থাকে।

স্কাইওয়াকটির বিশেষ ‘সাউন্ড এফেক্ট’-এর সাহায্যে কাচের মেঝেতে পা ফেললেই চিড় ধরার মতো শব্দ হতে থাকে।

০৬ ০৬
পায়ের নীচে কাচের মেঝেতে চিড় ধরাতে ধরাতে ৮৭২ ফুট লম্বা এই স্কাইওয়াক পেরনোর সময় মনে হতেই পারে, এই বুঝি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাচের ব্রিজ!

পায়ের নীচে কাচের মেঝেতে চিড় ধরাতে ধরাতে ৮৭২ ফুট লম্বা এই স্কাইওয়াক পেরনোর সময় মনে হতেই পারে, এই বুঝি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কাচের ব্রিজ!

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE