বরিস জনসন। ফাইল চিত্র।
প্রাণ হাতে করে ইউক্রেনে রুশ হামলার খবর বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে ব্রিটিশ সাংবাদিকেরা। হিংস্র ও বর্বর আক্রমণের সামনে কিছুতেই মাথা নোয়াবে না গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম, শনিবার টুইটারে ব্রিটিশ সাংবাদিকদের কার্যত কুর্নিশ জানিয়ে এই পোস্ট করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সোমবার ব্রিটিশ সংবাদ সংস্থা স্কাই নিউজ়ের সাংবাদিক স্টুয়ার্ট জনসন পিঠের নীচের দিকে গুলিবিদ্ধ হওয়ার পরেই এই প্রশংসা করেন বরিস।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্টুয়ার্ট ও তাঁর সহকর্মীদের উদ্দেশ্য করে সোমবার ইউক্রেনের রাজধানী কিভ শহরে গুলি ছোড়া হয়। গুলিতে গুরুতর আহত হন স্টুয়ার্ট র্যাআমসে। একটুর জন্য বেঁচে যান ক্যামেরাপার্সন রিচি মকলার। ততক্ষণে অবশ্য প্রাণ হাতে করে লুকিয়ে পড়েছেন তাঁরা। পরে ইউক্রেনীয় পুলিশ তাঁদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। জানা গিয়েছে, স্টুয়ার্টের চিকিৎসা চলছে। দলের বাকি সদস্যরা, অর্থাৎ ডমিনিক ভ্যান হিরডেন, মার্টিন ভাওয়েলস সুস্থ রয়েছেন। অক্ষত রয়েছেন স্থানীয় প্রোডিউসার আন্দ্রি লিটভিনেকোও, তিনি স্টুয়ার্টদের সঙ্গে কাজ করছিলেন।
শুক্রবার সন্ধ্যাবেলা সংবাদ সংস্থাটির তরফে স্টুয়ার্টদের আক্রান্ত হওয়ার ভিডিয়োটি সম্প্রচারিত করা হয়। দেখা গিয়েছে তাঁদের গাড়িতে চলছে লাগাতার গুলিবৃষ্টি। ফাটল ধরেছে গাড়ির উইন্ডস্ক্রিনে, ভেঙে পড়েছে আলো। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কোনও রুশ গুপ্তবাহিনীর হাত রয়েছে এই আক্রমণে।
একটি বিবৃতিতে স্টুয়ার্ট জানিয়েছেন, তিনি তাঁর সহকর্মীদের নিয়ে বুকা শহরের দিকে এগোচ্ছিলেন। উদ্দেশ্য ছিল, গত দিনের রুশ-ইউক্রেনীয় সংঘাত সম্পর্কে খবর সংগ্রহ করা। রাজধানী কিভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে বুকা শহর, সেখানে পৌঁছলে তাঁদের ফিরে যেতে বলেন ইউক্রেনীয় সেনারা। তখন ফের কিভে ফিরে আসার সিদ্ধান্ত নেন স্টুয়ার্টরা। কিভ শহরে ঢোকার মুখেই হঠাৎ তাঁদের গাড়ির সামনে একটি বিস্ফোরণ হয়। তার পরেই শুরু হয় লাগাতার গুলিবৃষ্টি।
স্টুয়ার্ট জানিয়েছেন, তাঁরা প্রাণভয়ে চিৎকার করে নিজেদের সাংবাদিক হিসাবে পরিচয় দিলেও গুলিবর্ষণ থামেনি। প্রাণ বাঁচাতে কোনও রকমে গাড়ি থেকে নেমে একটি বন্ধ কারখানায় আশ্রয় নেন সকলে। গাড়ি থেকে নামার পরেই গুলি লাগে স্টুয়ার্টের। পরে ইউক্রেনের সেনা সূত্রে তাঁরা জানতে পারেন, রুশ গুপ্তঘাতক বাহিনী (স্যাবোটার রিকনাস্যান্স স্কোয়াড) সম্ভবত তাঁদের আক্রমণ করেছিল।
নিজের বিবৃতির শেষে স্টুয়ার্ট লেখেন, “আমাদের ভাগ্য অত্যন্ত ভাল যে আমরা রক্ষা পেয়েছি। কিন্তু বাকি ইউক্রেনবাসীরা এখনও আক্রান্ত। যুদ্ধের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।” বিষয়টি জানার পরেই প্রশংসা
করেন বরিস।
সংবাদ সংস্থা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy