Advertisement
E-Paper

মেয়ে বিয়ে করবে জানতে পেরে কী বললেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটস

২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসার-কে ডেট করছেন জেনিফার।  একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তাঁরা। তারপর থেকে সবাই জানতে চাইছেন কে এই নায়েল নাসার?

জেনিফার ও নায়েল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

জেনিফার ও নায়েল। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৪৬
Share
Save

বিয়ে করতে চলেছেন বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের মেয়ে জেনিফার। আর সে কথা ঘোষণা করলেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েল নাসার-এর সঙ্গে একটি ছবি পোস্ট করে সেকথা জানান জেনিফার। মেয়ের বিয়ের কথা জানতে পেরে প্রতিক্রিয়া দেন বিল গেটসও।

২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসার-কে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তাঁরা। তারপর থেকে সবাই জানতে চাইছেন কে এই নায়েল নাসার?

নায়েল নাসার চিকাগোতে জন্মালেও তাঁর বেড়ে ওঠা কুয়েতে। তাঁদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। নায়েলের বয়স যখন পাঁচ বছর বয়স তখন থেকেই সে ঘোড়ায় চড়ছে। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। ছোটবেলা থেকেই তাঁর ঘোড়দৌড়ের সখ। এখন তিনি পেশাদার ঘোড়দৌড়ের সঙ্গে যুক্ত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল।

নায়েল ও জেনিফারের আলাপ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জেনিফার ২০১৮ সালে সেখান থেকেহিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। তবে তাঁরা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই।

শেষপর্যন্ত সেই নায়েলকেই বিয়ের সিদ্ধান্ত নেন জেনিফার। আর তিনি ইনস্টাগ্রামে সেই ঘোষণা করতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাই-এর সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।

Nayel Nassar, you are one of a kind. Absolutely swept me off my feet this past weekend, surprising me in the most meaningful location over one of our many shared passions. I can’t wait to spend the rest of our lives learning, growing, laughing and loving together. Yes a million times over. 💍 AHHH!!!

A post shared by Jennifer Gates (@jenniferkgates) on

মেয়ে ও হবু জামাইকে শুভেচ্ছা বিল গেটসের

নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে সম্পর্কে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়দৌড়কেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনও পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার সখের ঘোড়দৌড়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

SHE SAID YES!! 💍 I’m feeling like the luckiest (and happiest) man in the world right about now. Jenn, you are everything I could have possibly imagined..and so much more. I can’t wait to keep growing together through this journey called life, and I simply can’t imagine mine without you anymore. Love you more than you can possibly imagine, and thank you for making every single day feel like a dream to me. Here’s to forever! 😘❤️

A post shared by Nayel Nassar (@nayelnassar) on

Bill Gates Instagram Marriage Engagement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}