Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Babies

এক্সরে মেশিনের ভেতর শিশুদের ছবি ভাইরাল

টুইটারে শিশুদের এক্সরে করার যে ছবি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি স্বচ্ছ টিউবের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশুদের। শিশুরা যাতে নড়তে না পারে তার জন্য হাত দুটিকে ওপরের দিকে করে টিউবে রাখা হয়েছে তাদের।

টিউবের মধ্যে রেখে এক্সরে করা হচ্ছে শিশুদের। ছবি: টুইটার থেকে নেওয়া।

টিউবের মধ্যে রেখে এক্সরে করা হচ্ছে শিশুদের। ছবি: টুইটার থেকে নেওয়া।

নিজস্ব প্রতিদেন
কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৫:৪৪
Share: Save:

চঞ্চল শিশুদের এক্সরে করার দরকার হলে কী করবেন? ধরে রাখবেন যাতে নড়াচড়া করতে না পারে। একটু বড় হলে বুঝিয়েসুঝিয়ে স্থির থাকতে বলবেন। কিন্তু এতে কাজ না হলে কী করবেন? এক অদ্ভুত সমাধানের ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

টুইটারে শিশুদের এক্সরে করার যে ছবি পোস্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি স্বচ্ছ টিউবের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়েছে শিশুদের। পিছনে রয়েছে এক্সরে যন্ত্র। শিশুরা যাতে নড়তে না পারে তার জন্য হাত দুটিকে ওপরের দিকে করে টিউবে রাখা হয়েছে তাদের।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই প্রায় এক লক্ষ শেয়ার হয়েছে। চার লক্ষ লাইক পেয়েছে।

তবে ছবি দেখেই বোঝা যাচ্ছে এতে মোটেই খুশি হয়নি শিশুরা। তাদের কোনও ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : বধির কুকুরকে দত্তক নিলেন বধির মানুষ, এ এক অন্য বন্ধুত্বের গল্প

আরও পড়ুন : ট্রাফিক আপডেট দিচ্ছে সিগাল! ভাইরাল ভিডিয়ো

এই টুইটে নানা জনে নানা মন্তব্য করেছেন। কেউ কৌতুক করেছেন, কেউ আবার খুব একটা খুশি হননি তাও প্রকাশ করেছেন।

অন্য বিষয়গুলি:

Babies kids x-ray Viral videos Twitter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE