বি এম কুট্টি।
মারা গেলেন ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি রাজনীতিক ও মানবাধিকার কর্মী বিয়াথিল মহিউদ্দিন কুট্টি। বয়স হয়েছিল ৮৯ বছর। ১৯৩০ সালে কেরলের তিরুরে একটি মলয়ালি মুসলিম পরিবারে জন্ম হয় তাঁর। ১৯ বছর বয়সে কেরল থেকে পাকিস্তানে চলে যান বি এম কুট্টি।
বামপন্থী দল পাকিস্তান আওয়ামি লিগ ও ন্যাশনাল আওয়ামি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন কুট্টি। ‘পাকিস্তান পিস কোয়ালিশন’-এর সাধারণ সচিবও ছিলেন তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে এই সংগঠন। ২০১১ সালে আত্মজীবনী ‘সিক্সটি ইয়ারস ইন সেল্ফ-এগ্জ়াইল: নো রিগ্রেটস, আ পলিটিক্যাল অটোবায়োগ্রাফি’ প্রকাশিত হওয়ার পরে ফের প্রচারের আলোয় আসেন তিনি। কুট্টির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy