একই দিনে আরও এক বার বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। এ বার খাইবার পাখতুনখোয়ার এক মসজিদে। আত্মঘাতী ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন তিন জন। আহত হয়েছেন অন্তত ছ’জন।
দোয়াবা থানার আধিকারিক শাহরাজ খান জানিয়েছেন, শুক্রবার হাঙ্গু জেলার এক মসজিদে হয়েছে ওই বিস্ফোরণ। জু্ম্মার নমাজ চলছিল। সে সময় আচমকা কেঁপে উঠল মসজিদ। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ৩০ থেকে ৪০ জন। পুলিশের ধারণা, বিস্ফোরণ ঘটিয়েছে কোনও আত্মঘাতী জঙ্গি। হাঙ্গু জেলার পুলিশ আধিকারিক নিসার আহমেদ পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘ডন’-কে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে মসজিদের ছাদ।
কয়েক ঘণ্টা আগেই বালুচিস্তানের মাস্তুঙ্গ জেলার আল ফালাহ্ রোডের মদিনা মসজিদে বিস্ফোরণ হয়। তাতে নিহত হয়েছেন অন্তত ৫২ জন। আহত আরও ৫০ জন।
‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ), ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র মতো স্বাধীনতাপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলির পাশাপাশি ওই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহীরাও সক্রিয়। সম্প্রতি পাক সেনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য স্বাধীনতাপন্থী বালুচদের সঙ্গে সমঝোতা করেছে টিটিপি। চলতি মাসের গোড়ায় মাস্তংয়েই বিস্ফোরণে নিহত হয়েছিলেন ‘ইসলামাবাদপন্থী’ জমিয়ত উলেমা-ই-ইসলাম-এর ফজল নেতা হাফিজ হামিদুল্লা। তবে বিস্ফোরণের কিছু ক্ষণ পরেই টিটিপি ঘটনার দায় অস্বীকার করে একটি বিবৃতি দিয়েছে।