ইজ়রায়েল সীমান্ত বরাবর গাজ়ার ভূখণ্ডের বেশ কিছু এলাকা দখল করে সেখানে নতুন করিডর তৈরির কথা ঘোষণা করেছে ইজ়রায়েল। তার জন্য গাজ়ায় প্রবল পরাক্রমে হামলার কথাও গত কাল জানিয়েছে তারা। সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে গাজ়াবাসীর আশঙ্কা সত্যি করে, প্রবল আক্রমণ শানাতে শুরু করেছে ইজ়রায়েল। গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েলি হামলায় অন্তত ৫৫ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন।
গাজ়া স্ট্রিপের দক্ষিণে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আজ ১৪টি দেহ এসেছে। তার মধ্যে ৯ জন একই পরিবারের। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও চার জন মহিলা। ওই শহরের ইউরোপীয়ান হাসপাতালে আনা হয়েছে আরও ২১টি দেহ। যার মধ্যে পাঁচ জন শিশু। তাদের সকলের বয়স ১ থেকে ৭ বছরের মধ্যে। নিহতদের তালিকায় রয়েছেন এক অন্তঃসত্ত্বাও। গাজ়া শহরের আহলি হাসপাতালে সাত শিশু-সহ ২১ জনের দেহ আনা হয়েছে।
পাশাপাশি আজ শুজাইয়া, জাদিদা, তুর্কোমেন, জেইতুন-সহ গাজ়ার বিভিন্ন এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে ইজ়রায়েলি বাহিনী। তারা জানিয়েছে, হামাসকে নির্মূল করতে তারা আক্রমণের তীব্রতা আরও বাড়াবে। বাসিন্দারা যত দ্রুত সম্ভব যেন এলাকা খালি করে দেন।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)