স্কার্ট পরিয়ে মেয়রকে রাস্তায় ঘোরাচ্ছেন বাসিন্দারা। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ভোটের আগে প্রচারের সময় রাজনীতিকরা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন সাধারণ মানুষের কাছে। কিন্তু ভোটের পর সেই প্রতিশ্রুতি রাখেন না- এরকম রাজনীতিকের সংখ্যা নেহাতই কম নয়। নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করায় মেয়রকে যে ভাবে শাস্তি দিলেন মেক্সিকোর একটি শহরের নাগরিকরা তা দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা।
মেক্সিকোর দক্ষিণ অংশে হুইক্সটন প্রদেশের শহর সান আন্দ্রেস পুয়ের্তো রিকো। সেই শহরের মেয়র হলেন জাভিয়ের জিমেনেজ। নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করতে পারার জন্য সম্প্রতি তাঁকে ও তাঁর এক সহযোগীকে শাস্তি দিয়েছে ওই শহরের নাগরিকরা। শাস্তির অঙ্গ হিসাবে মেয়র ও তাঁর সহযোগীকে স্কার্ট-ব্লাউজ পরে শহর ঘুরিয়েছেন সেখানকার বাসিন্দারা।
সান আন্দ্রেস পুয়ের্তো রিকো শহরের বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের আগে শহরের জলবন্টন ব্যবস্থার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের কথা বলেছিলেন তিনি। কিন্তু ক্ষমতায় এসেও সেই কাজ করেননি। অন্য দিকে ওই দেশের এক সংবাদমাধ্যমকে অভিযুক্ত ওই মেয়র জানিয়েছেন, তিনি প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছেন। কিন্তু তহবিলে অর্থ না থাকায় সেই কাজ করে উঠতে পারছেন না তিনি।
¡Mis Chuncos!
— Espada de Doble Filo 🗡 (@FiloEspada) July 30, 2019
• En el municipio de Huixtan Chiapas al alcalde Javier Sebastián Jiménez Santiz y el síndico Luis Ton les pusieron ropa de mujer como escarmiento. pic.twitter.com/6G1xiwL1A2
El alcalde de #Huixtán, #Chiapas, Javier Jiménez Santiz, habla a la prensa luego de que fue obligado por habitantes de la comunidad San Andrés Puerto Rico a vestirse de mujer y a “botear” en la carretera para pedir dinero a su municipio y cumpla promesas.
— ElPipila (@elpipila_mx) July 30, 2019
Vía PortadaInforma pic.twitter.com/dbS21U2cPT
আরও পড়ুন: কুকুরকে সাবান মাখিয়ে স্নান করাচ্ছে দুই শিম্পাঞ্জি! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: বাথরুমে নেই একটিও দেওয়াল! এমনও হয়?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy