পরিস্থিতি বুঝতে পেরে বরফের তলায় আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে শুরু করেন ফ্রান্সিস। প্রতীকী ছবি।
বরফে ঢাকা পাহাড়। তার মধ্যে স্কি করার মজাই আলাদা। কিন্তু স্কি করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন ফ্রান্সিস জুবার। উত্তর-পশ্চিম ওয়াশিংটনে মাউন্ট বেকার স্কি এলাকায় গিয়েছিলেন ফ্রান্সিস। বরফে ঢাকা সাদা চাদরের উপর হঠাৎ একটি ‘স্নো বোর্ড’ পড়ে থাকতে দেখেন ফ্রান্সিস। ‘স্নো বোর্ড’টি হাত দিয়ে সরাতে যেতেই তিনি বুঝতে পারেন যে, বরফের তলায় আটকে রয়েছেন কেউ। ভয় পেয়ে হাত দিয়ে বরফ সরাতে শুরু করেন তিনি। বরফ কিছুটা সরিয়ে দেখতে পান তার ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি হাত। তা দেখে আরও ভয় পেয়ে যান ফ্রান্সিস। ইনি কি জীবিত রয়েছেন? তা পরখ করে দেখার জন্য ফ্রান্সিস এক বার জিজ্ঞাসা করেন, ‘‘আপনি ঠিক আছেন?’’
ফ্রান্সিসের প্রশ্নের উত্তরে বরফের তলা থেকে হাত নেড়ে ইশারা করেন ওই ব্যক্তি। তুষারধসের ফলে তিনি বরফের তলায় আটকে পড়েছেন। পরিস্থিতি বুঝতে পেরে আটকে থাকা ব্যক্তিকে উদ্ধার করতে শুরু করেন ফ্রান্সিস। উদ্ধারকার্যের পুরো ঘটনাটি হেডক্যাম দিয়ে রেকর্ডও করেন তিনি। টুইটারে এই ভিডিয়োটি আপলোড করার পর নিমেষের মধ্যে তা ছড়িয়ে পড়ে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
This man is a HERO Francis Zuber ‘s headcam shows him rescuing a snowboarder who was buried head down in deep powder at Mt. Baker, Washington! Luckily, he spotted him as he almost passed him. #skiing #snowboarding pic.twitter.com/SyWYFSXcPd
— DeL2000 (@DeL2000) April 1, 2023
স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, পাঁচ থেকে সাত মিনিট ধরে বেলচা দিয়ে বরফ সরানোর পর ব্যক্তিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই ব্যক্তির নাম ইয়ান স্টেগার। স্কি করতে সেখানে গিয়েছিলেন তিনি। কিন্তু হঠাৎ তুষারধস আসায় তিনি সেখান থেকে পালাতে পারেননি। একটি গাছের তলায় আটকে যান। পরে বরফে ঢাকা পড়ে যায় তাঁর শরীর।
ফ্রান্সিস এই প্রসঙ্গে জানিয়েছেন যে, কোনও রকমে প্রাণে বেঁচেছিলেন ইয়ান। আর একটু দেরি হলেই সব শেষ হয়ে যেত। আমি ওঁর সঙ্গে ক্রমাগত কথা বলছিলাম। ওঁকে নিশ্বাস নিয়ে যেতে বলছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব, বরফ সরিয়ে ইয়ানকে বার করে এনেছি। সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়ায় সকলে ফ্রান্সিসের প্রশংসা করেছেন। তাঁকে ‘ভগবানের দূত’ও বলেছেন অনেকে। এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘দুর্ঘটনাস্থলের সামনে দিয়ে আপনার স্কি করতে যাওয়া খুবই অবাক করা ঘটনা। ভগবানও চেয়েছিলেন যে, আপনি ওঁকে উদ্ধার করুন। না হলে এমন কাকতালীয় ঘটনা সচরাচর ঘটে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy