Advertisement
০২ নভেম্বর ২০২৪

বাড়ির দেওয়ালে ‘দানব’ টিকটিকি ফেসবুক ওয়ালে ভাইরাল

আর পাঁচটা দিনের মতই ভীষণ সাধারণ ছিল সে দিনের সকালটা। বাড়ির বাগানে টুকিটাকি কাজ সার ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এরিক হোলান্দ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৫ ২০:০২
Share: Save:

আর পাঁচটা দিনের মতই ভীষণ সাধারণ ছিল সে দিনের সকালটা। বাড়ির বাগানে টুকিটাকি কাজ সার ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এরিক হোলান্দ। হঠাত্ই খসখস শব্দ আসে বাড়ির পিছন দিক থেকে। কৌতূহলের চোটে বাড়ির পিছনে গিয়ে এক্কেবারে থ হোলান্দ। দেওয়ালে হেঁটে চলে বেড়াচ্ছে ফুট পাঁচকের একটা টিকটিকি! লেজ দিয়ে মনের সুখে ঘা মেরে যাচ্ছে ড্রেন পাইপে। আর সেই থেকেই তৈরি হচ্ছে যান্তব শব্দ। প্রথমে তো বেশ ঘাবরে গিয়ে ছিলেন তিনি। একটু ধাতস্ত হয়েই পকেট থেকে স্মার্ট ফোনটা বের করে খচাত্ করে তুলে ফেললেন দৈত্য টিকটিকির ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে এখন রীতিমত ভাইরাল। সবার ওয়ালে ওয়ালে তাকে নিয়েই জমিয়ে চলছে আলোচনা।

এই দৈত্য টিকটিকির ইংরেজি নাম মনিটর লিজার্ড। পৃথিবীর বৃহত্তম টিকটিকি এরাই। সাড়ে ছ’ফুটেরও বেশি লম্বা হয় পূর্ণ বয়স্ক এই টিকটিকি। স্থানীয় বন্যপ্রাণী আধিকারিক জানিয়েছেন হোলান্ডের বাগানে এই অনাহূত অতিথির আগমন বিস্ময় জাগালেও নিউ সাউথ ওয়েলসে খুব একটা বিরল নয় মনিটর লিজার্ডরা।

অন্য বিষয়গুলি:

monitor lizard australia facebook MostReadStories
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE