১৭টি গুলি খাওয়ার পর এ রকমই অবস্থা ম্যাগির। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
দুটো চোখে গুলির চিহ্ন স্পষ্ট। গুলির আঘাতে বাদ গিয়েছে ডানদিকের কান। চোয়ালটাও গিয়েছে ভেঙে। কিন্তু ম্যাগির গায়ে বিদ্ধ হওয়া বুলেট কেড়ে নিতে পারেনি তার জীবনশক্তি। তাই সুস্থ হওয়ার পর পাঁচ বছরের ম্যাগি কাজ করছে ‘থেরাপি ডগ’ হিসাবে। আর এই কাজের মাধ্যমে হাসি ছড়ানোর পাশাপাশি বিশ্ববাসীর শান্তির বার্তা ছড়াচ্ছে সে।
ওয়াইল্ড অ্যাট হার্ট নামের একটি অ্যানিম্যাল চ্যারিটি সংস্থা গত বছর লেবানন থেকে উদ্ধার করে পাঁচ বছরের এই সারমেয়টিকে। গুলিবিদ্ধ অবস্থায় একটি বাক্সের মধ্যে থেকে ম্যাগিকে উদ্ধার করা হয়। তার পর লেবানন থেকে তাঁকে উড়িয়ে আনা হয় ব্রিটেনে। সেখানে সফলভাবে চিকিৎসার পর সাসেক্সে নতুন পরিবার পায় সে।
ব্যস ঘর পেয়েই ক্ষান্ত হয়ে যায়নি ম্যাগি। তার পরই ‘থেরাপি ডগ’ হিসাবে কাজ শুরু করে সে। তার জন্য প্রয়োজনীয় সব ট্রেনিংও পাশ করেছে বলে জানিয়েছেন ম্যাগির পালিকা কাসে। তিনি জানিয়েছেন, বেস কয়েকটি পরীক্ষা পাশ করে তবেই থেরাপি ডগের কাজ করতে পারছে ম্যাগি। আর এর মাধ্যমে সকলের মধ্যে হাসি ছড়িয়ে দেওয়ায় লক্ষ্য তার।
দেখুন গুলি খেয়ে জীবন ফিরে পাওয়ার পর ম্যাগির কর্মকাণ্ড-
আরও পড়ুন: অসুস্থ পাখিকে ক্যাবে চড়িয়ে চিকিৎসা কেন্দ্রে পাঠালেন মত্ত ব্যক্তি!
আরও পড়ুন: পোষ্যর প্রাণ বাঁচাতে কুমিরের সঙ্গে লড়লেন ফ্লোরিডার ব্যক্তি!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy