চলছে তদন্ত। ছবি: টুইটার।
প্রথমে প্যারিস তার পর ক্যালিফোর্নিয়া এ বার ছুরি চালনার ঘটনা ঘটল খোদ লন্ডন শহরে।
মার্কিন মুলুকের সান বার্নার্দিনোর স্বাস্থ্য কেন্দ্রে বন্দুকবাজদের হামলার চার দিনের মাথায় লন্ডন টিউব স্টেশনে ঘটল এই হামলা।
পূর্ব লন্ডনের লেইটনস্টোন স্টেশনে তিন ব্যক্তিকে ছুরি মেরে জখম করে এক ব্যক্তি। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনা ঘটে। চিকিত্সকেরা জানিয়েছেন, তিন আহতের মধ্যে এক ব্যক্তির আঘাত প্রাণঘাতী না হলেও গুরুতর। বাকিদের প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ অবশ্য শনিবারের ঘটনাকে জঙ্গি হামলা বলে দাবি করেছে। পুলিশ আধিকারিক রিচার্ড ওয়ালটন বলেন, ‘এই ঘটনার পিছনে আমরা সন্ত্রাসবাদীদের হাত দেখছি।’
প্যারিসে হামলার পর সিরিয়া সম্প্রতি আইএস জঙ্গিঘাঁটি লক্ষ্য করে বোমা বর্ষণ করে ব্রিটেন। ব্রিটেনে আইএস আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা ছিল। শনিবারই সিরিয়ায় আইএস ঘাঁটিতে বোমা বর্ষণ করে ব্রিটিশ বিমানবাহিনী। তার পরই এই চুরি চালনার ঘটনা ঘটল।
‘এটা সিরিয়ার জন্য’— ছুরি হাতে নিয়ে অভিযুক্ত ব্যক্তিতে চেঁচাতে দেখা যায় বলে দাবি করেছেন কয়েক জন প্রত্যক্ষদর্শী।
ভিডিওতে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এক আহতকে পড়ে থাকতে দেখা যায়। আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটে যেতে দেখা যায় অন্য যাত্রীদের।
পুলিশের তরফে লন্ডনবাসীকে শান্ত তবে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। কোনও সন্দেহজনক কিছু দেখলেই পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
শনিবার লেইটনস্টোন স্টেশনে ছুরি চালনার জেরে সেন্ট্রাল লাইনে বন্ধ থাকে টিউব রেল পরিষেবা। লন্ডন থেকে উত্তর-পূর্ব শহরতলীর মধ্যে যানবাহন চলাচল ব্যহত হয়। অসুবিধায় পড়েন যাত্রীরা।
২০০৫ সালে লন্ডনের টিউব রেলে এবং বাসে বিস্ফোরণ ঘটায় আলকায়দার আত্মঘাতী জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৫২ জন। আহত হন ৭৭০ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy