Advertisement
০৪ নভেম্বর ২০২৪
International news

দু্র্ঘটনার কবলে কানাডার জুনিয়র হকি দলের বাস, মৃত ১৪

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্য থেকেও উদ্বেগ বেড়েছে। তিনি বলেছেন, ‘‘সন্তানহারা অভিভাবকদের যন্ত্রণার কথা কল্পনা করতে পারছি না।’’ দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়তেই হামবোল্ট ব্রাঙ্কোসের সঙ্গে লিগের ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।

সুখের মুহূর্তের ছবি। সৌজন্যে: টুইটার।

সুখের মুহূর্তের ছবি। সৌজন্যে: টুইটার।

সংবাদ সংস্থা
টরেন্টো শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ১৬:৫৪
Share: Save:

গ্রুপ লিগের ম্যাচ খেলার জন্য ওঁরা বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু খেলতে নামার আগেই সব শেষ। কানাডার সাসকাচুয়ান প্রদেশের রাস্তায় লরির সঙ্গে একটি জুনিয়র আইস হকি দলের বাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে অন্তত ১৪ জনের । বাসে সেই সময় হামবোল্ট ব্রাঙ্কোস নামে ওই ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা মিলিয়ে ২৮ জন ছিলেন। দুর্ঘটনায় আহত ১৪ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা সবাই খেলোয়াড় কি না,দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরির চালকই বা কেমন আছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে, হামবোল্ট ক্লাবের তরফে বলা হয়েছে, ‘‘আমাদের অপূরণীয় ক্ষতি হল।’’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্য থেকেও উদ্বেগ বেড়েছে। তিনি বলেছেন, ‘‘সন্তানহারা অভিভাবকদের যন্ত্রণার কথা কল্পনা করতে পারছি না।’’ দুর্ঘটনার কথা ছড়িয়ে পড়তেই হামবোল্ট ব্রাঙ্কোসের সঙ্গে লিগের ম্যাচটি বাতিল করে দেওয়া হয়।

আরও পড়ুন: ওলির কথা শুনে ক্ষুব্ধ দিল্লি, শীর্ষ বৈঠকে ছায়া চিনের

আরও পড়ুন: এই ২১ তলা হোটেলের ১৯ তলাই মাটির নীচে!
হামবোল্টের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে যে খেলোয়াড়রা ছিলেন, তাঁদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে। আহতদের স্থানীয় রয়্যাল ইউনিভার্সিটি হাসপাতাল এবং সেন্ট পল’স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE