—ফাইল চিত্র।
ফের বিতর্কিত মন্তব্য টিপু সুলতান মসজিদের শাহি ইমাম নুরুর রহমান বরকতির। গাড়ি থেকে লালবাতি তিনি খুলবেন না, সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দিলেন সে কথা। গাড়ি থেকে লালবাতি খোলার কোনও নির্দেশ তাঁকে কেউ দেয়নি বলেও শাহি ইমাম জানিয়েছেন। তাঁকে নিয়ে যা কিছু বিতর্ক, তা বিজেপি এবং আরএসএস-এর তৈরি করা বলেও এ দিন বরকতি মন্তব্য করেছেন।
দেশ থেকে ভিআইপি সংস্কৃতি মুছে ফেলার লক্ষ্যে লালবাতির ব্যবহারে ইতি টেনে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রের সে নির্দেশিকা তিনি মানবেন না বলে সম্প্রতি সংবাদমাধ্যমে জানান টিপু সুলতান মসজিদের শাহি ইমাম। ব্রিটিশ সরকারের আমল থেকে তাঁর পূর্বপুরুষরা লালবাতি ব্যবহার করেন, অতএব তিনি ব্যবহার করবেন। অনেকটা এমনই জানিয়েছিলেন ইমাম বরকতি। আরও বেশ কিছু বিতর্কিত মন্তব্য তিনি করেছিলেন। সে সব নিয়ে গোটা দেশে চর্চা শুরু হয়ে গিয়েছিল। তাঁর মন্তব্য যে সব প্রশ্নের জন্ম দিয়েছিল, মূলত সে সবের জবাব দিতেই তিনি শুক্রবার সাংবাদিক বৈঠক ডেকেছিলেন। কিন্তু সাংবাদিক বৈঠকে বরকতি যা বললেন, তাতে বিতর্ক বাড়ল বই কমল না।
আরও পড়ুন: নিঃশর্ত ক্ষমা চাইতে চান কারনান, সুপ্রিম কোর্টে জানালেন আইনজীবী
টিপু সুলতান মসজিদের শাহি ইমাম শুক্রবার বলেছেন, ‘‘লালবাতি আমি ব্যবহার করছি এবং ব্যবহার করব।’’ দেশের সরকার লালবাতি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও তিনি কেন তা মানবেন না? বরকতি বলেন, ‘‘রাজ্য সরকার তো কোনও বিধিনিষেধ জারি করেনি। আমাকে লালবাতি ব্যবহার করতে কেউ বারণও করেননি। লালবাতি ব্যবহারে কোনও বাধা নেই।’’ কেন্দ্রীয় সরকারকে তো বটেই, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কেও এ দিন তীব্র আক্রমণ করেছেন টিপু সুলতান মসজিদের শাহি ইমাম। তাঁর কথায়— সিবিআই বলে কিছু নেই, সব আরএসএস। কেন্দ্রের শাসক দল এখন সিবিআই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখাতে চাইছে বলেও নুরুর রহমান বরকতি এ দিন মন্তব্য করেছেন। আরএসএস-বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে যাঁরা সমস্যায় ফেলতে চাইবেন, তাঁদেরকে তিনি দেখে নেবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy