Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Elope

Elopement: দু’দিন ধরে নিখোঁজ দুই নাবালিকা, বাড়ি ফেরাতে এসে ধরা পড়লেন দুই যুবক, পরে গ্রেফতার

বুধবার রাতে নাবালিকাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
দাসপুর শেষ আপডেট: ০৫ মে ২০২২ ১৯:৩৬
Share: Save:

দু’দিন ধরে নিখোঁজ দুই নাবালিকাকে বাড়িতে ছাড়তে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে গেলেন দুই যুবক। বুধবার রাতেই নাবালিকাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, গত ২ মে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণির এক ছাত্রী। সঙ্গে ছিল তার আরও এক বন্ধু। পুলিশ জানতে পেরেছে, রাস্তায় তাদের সঙ্গে দেখা করে বিট্টু জানা এবং তার বন্ধু রাধাকান্ত বেরা। নাবালিকার পরিবারের অভিযোগ, সেখান থেকে দুই নাবালিকাকে ওই যুবক গাড়িতে করে গোপীগঞ্জের দিকে যান। সেখানে একটি রেস্তরাঁয় খাবারে কিছু মিশিয়ে দুই নাবালিকাকে অচেতন করেন দুই যুবক। জ্ঞান ফিরলে নাবালিকারা দেখে তাঁরা দিঘার হোটেলে রয়েছে। পরিস্থিতি বুঝতে পেরে ছাত্রীরা চিৎকার শুরু করলে ভয় পেয়ে দুই যুবক তাদের বাড়ি পৌঁছে দিতে আসেন।

বুধবার রাতে গাড়ি নিয়ে এলাকায় প্রবেশ করেন দুই যুবক। স্থানীয়রা দেখেন, গাড়িতেই বসে রয়েছে দুই নাবালিকা। সঙ্গে সঙ্গে অপরিচিত যুবকদের পাকড়াও করা হয়। পুলিশ দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাঁদের গ্রেফতার করা হয়। খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বলেন, ‘‘দুই নাবালিকা উদ্ধার হয়েছে। তাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

অন্য বিষয়গুলি:

Elope West Midnapore arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE