Advertisement
E-Paper

নয়া পালক রাজ্যের মুকুটে, পুরস্কৃত তন্তুজ

একটানা লকডাউনে রোজগারপাতি যখন বন্ধ, সেইসময় হাজার হাজার মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে তন্তুজ।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ২২:৪৬
Share
Save

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পকে কাজে লাগিয়ে কোভিড পরিস্থিতি সামাল দেওয়ায় পুরস্কৃত তন্তুজ। তাদের হাতে ‘স্কোচ’ (প্ল্যাটিনাম) পুরস্কার তুলে দিল দেশের অন্যতম সেরা থিঙ্কট্যাঙ্ক সংস্থা।

পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রাচীন তাঁত ও হস্তশিল্প সংস্থা তন্তুজ। অতিমারির আবহে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির কাছ থেকে প্রায় ৩ কোটি সুতির মাস্ক কিনেছে তারা। পিপিই কিট কেনা হয়েছে ২৫ লক্ষ। এন-৯৫ মাস্ক কেনা হয়েছে প্রায় ৩ লক্ষ।

রাজ্য সরকারের হয়েই ওই সমস্ত সামগ্রীর বরাত দিয়েছিল তন্তুজ। একটানা লকডাউনে রোজগারপাতি যখন বন্ধ, সেইসময় এই পদক্ষেপ হাজার হাজার মানুষকে কাজের সুযোগ করে দিয়েছে। একই সঙ্গে নোভেল করোনাভাইরাস নিয়ে মানুষের মধ্যে সতর্কতাও বেড়েছে। তার জন্যই তন্তুজকে পুরস্কৃত করা হয়েছে।

আরও পড়ুন: শুভেন্দু দলত্যাগ করবেন ধরেই কৌশল সাজাচ্ছেন মমতার সৈনিকরা​

আরও পড়ুন: রিকশায় ওড়না পেঁচিয়ে ধড় থেকে মাথা প্রায় আলাদা, বাঁশদ্রোণীতে মৃত মহিলা​

শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক, প্রযুক্তি এবং সামাজিক ক্ষেত্রে উৎকর্ষের জন্য প্রতিবছরই বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে পুরস্কৃত করে স্কোচ গ্রুপ। আগেও পশ্চিমবঙ্গ সরকারকে স্বীকৃতি দিয়েছে তারা।

Tantuja West Bengal Skoch Award Coronavirus COVID-19 MSME SHG

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}