রাজ্যবাসীকে সতর্ক করলেন ডিজি মনোজ মালবীয়।
নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য এবং পরবর্তী ঘটনাপ্রবাহে গত দু’দিন ধরে অগ্নিগর্ভ এ রাজ্যে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল। অশান্তি ছড়িয়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলার কোনও কোনও জায়গায়। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে গুজব সম্পর্কে সতর্ক থাকার বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালবীয়। শনিবার একটি টুইট করে তিনি ‘সঠিক খবর’ ও ‘ভুয়ো খবর’ সম্পর্কে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।
ওই বার্তাতেই মনোজ প্রতীকী হিসেবে দু’টি আপেলের তুলনা টেনেছেন। ‘বাস্তব’কে একটি তাজা আপেলের ছবি দিয়ে বুঝিয়েছেন মালবীয়। সঙ্গে একটি শুকনো আপেলের ছবি দিয়ে সেটিকে ‘গুজব’ বলে চিহ্নিত করেছেন। সঙ্গে মালবীয় লিখেছেন, ‘শান্তি নষ্ট হতে দেবেন না। গুজব ছড়ানো থেকে বিরত থাকুন। মিথ্যা খবর সম্পর্কে নিকটবর্তী থানায় জানান।’ একই সঙ্গে জানিয়েছেন, একটি পচা আপেল ঝুড়িতে থাকা বাকি আপেলকেও নষ্ট করে দেয়।
"One rotten apple spoils the whole barrel!"
— M Malaviya IPS (@mmalaviya1) June 11, 2022
Likewise, it only takes one rumour and one person to disturb the law and order.
Choose to be the person who maintains the fabric of peace. Report #FakeNews to @WBPolice #NoRoomForHate #SayNoToFakeNews pic.twitter.com/WFQnYrSTRz
হাওড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকাগুলিতে। তবে তার আগেই নেটমাধ্যমে অনেক এমন খবরও ছড়িয়ে পড়ে যা উত্তেজনা ছড়ানোয় ইন্ধন জুগিয়েছে। এ সব বন্ধ করতে বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নবান্ন। শনিবারই হাওড়া শহরের পুলিশ কমিশনারের সঙ্গে হাওড়া গ্রামীণের পুলিশ সুপার বদলে দিয়েছে নবান্ন। হাওড়া কমিশনারেটের সিপি ছিলেন সি সুধাকর। তাঁর জায়গায় এলেন প্রবীণকুমার ত্রিপাঠী। তিনি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে ছিলেন। হাওড়া গ্রামীণের নতুন সিপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বাতী ভাঙ্গালিয়াকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy