Advertisement
০৪ নভেম্বর ২০২৪
State News

মুখ্যমন্ত্রীকে চিঠি কোঅর্ডিনেশনের

সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী সোমবার জানান, সরকারি কর্মচারীদের বিষয়টি পুজোর মধ্যে দেখে নেবেন। কিন্তু কংগ্রেস-অনুগামী ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ বা বামপন্থী সংগঠনগুলোর চোখে, তা ‘ক্ষোভে প্রলেপ’।

বেঙ্গালুরু যাওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র

বেঙ্গালুরু যাওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০৪:১২
Share: Save:

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করা-সহ বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিয়ে মুখ্যমন্ত্রী সোমবার জানান, সরকারি কর্মচারীদের বিষয়টি পুজোর মধ্যে দেখে নেবেন। কিন্তু কংগ্রেস-অনুগামী ‘কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ’ বা বামপন্থী সংগঠনগুলোর চোখে, তা ‘ক্ষোভে প্রলেপ’।

কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহের চিঠিতে বলা হয়েছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের চাপে সরকারি কর্মচারীদের ‘নাভিশ্বাস উঠেছে’। পেট্রোপণ্যের আকাশছোঁয়া দর ও মূল্যবৃদ্ধির পাশাপাশি বছরের পর বছর ‘বেতন-বঞ্চনা’য় তাঁরা জেরবার। মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসারও আহ্বান জানানো হয়েছে। কংগ্রেস-অনুগামী সংগঠনের রাজ্য সম্পাদক তথা হাইকোর্টের মামলার আবেদনকারী মলয় মুখোপাধ্যায়ের কথায়, ‘‘আগামী অক্টোবরের পরে ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও বকেয়া ডিএ মিটবে কি না, নিশ্চয়তা নেই।’’ শাসক দলের অনুগামী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য পার্থ চট্টোপাধ্যায় অবশ্য প্রত্যাশিতভাবেই সরকারের উপরে ভরসা রাখছেন।

আরও পড়ুন: ‘চায়ে পে কব্জা’ই কি লক্ষ্য অমিতের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE