শোভন চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
কয়েক জন আইএএস অফিসারের দফতর বদল করল রাজ্য সরকার। আইএএস অফিসার খলিল আহমেদের দফতর বদল খুবই তাৎপর্যপূর্ণ। খলিল আবাসন ও কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন। নতুন নির্দেশে আবাসন দফতর আর তাঁর হাতে থাকল না। তিনি শুধু পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন।
কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ই আবাসন দফতরের মন্ত্রী। রাজনৈতিক মহলের একাংশের অনুমান, শোভনবাবুকে বার্তা দিতেই খলিলের হাত থেকে আবাসন দফতর সরিয়ে নেওয়া হল।
আবাসন দফতরের নতুন সচিব হলেন নগরোন্নয়ন সচিব ওঙ্কার সিংহ মিনা। নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেলেন সুব্রত গুপ্ত। তিনি জলসম্পদ ও অনুসন্ধান দফতরের সচিব ছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের (এটিআই) ডিজি হৃদেশমোহন জলসম্পদ দফতরের সচিব হলেন। এটিআই-এর ডিজি হলেন কৃষিসচিব সঞ্জীব চোপড়া। নতুন কৃষিসচিব হলেন নন্দিনী চক্রবর্তী। খাদ্য প্রক্রিয়াকরণ দফতরও থাকবে তাঁর হাতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy