বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
মুখের ভাষা সংযত করতে হবে। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এই মর্মে সতর্ক করলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, তাঁদের তরফে দিলীপবাবুকে বার্তা দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটের প্রচারে তিনি যেন সংযত ভাষায় কথা বলেন। তবে তাতে যে দিলীপবাবু বিশেষ কর্ণপাত করছেন না, বৃহস্পতিবারও তার প্রমাণ মিলেছে। শান্তিপুরে পঞ্চায়েত ভোটের প্রচারে এ দিন তিনি বলেন, ‘‘ভোটের দিন যেন বাইরের লোক গ্রামের ভিতরে ঢুকতে না পারে। কথা না শুনলে হেঁটে যাবে, খাটে ফিরবে।’’ দিলীপবাবুর পরামর্শ, ভোটগণনা কেন্দ্রে এমন কর্মীদের এজেন্ট হিসাবে পাঠাতে হবে, যাঁরা চড় খেলে ভয় না পেয়ে পাল্টা চড় মারতে পারেন। গণনা কেন্দ্রের সামনে ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবে ঝান্ডা হবে ছোট। ডান্ডা হবে বড়।
রাজ্য সভাপতি হওয়ার পর গত আড়াই বছরে কখনও শাসক তৃণমূল, কখনও বামপন্থী, আবার কখনও ছাত্রছাত্রী-শিক্ষক এবং বিশিষ্ট জনেদের ‘আপত্তিকর’ ভাষায় আক্রমণ করেছেন দিলীপবাবু। তার জেরে এর আগেও কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে ভাষা সম্পর্কে সচেতন হতে বলেছেন। এ বার প়ঞ্চায়েত ভোট পর্বেও ফের তাঁকে সতর্ক করা হল। দিলীপবাবু অবশ্য বলেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে অনাথ করে দেওয়ার কথা বলতে বারণ করেছেন। এখন যা বলছি, তাতে কোনও বারণ নেই।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy