Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Madhyamik examination

WBBSE Madhyamik Result 2022: মাধ্যমিকের কৃতীরা, ১১৪ জনের সম্পূর্ণ মেধাতালিকা

২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা বৃহস্পতিবার প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ। প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী।

মেধাতালিকার প্রথম দশে এ বছর জায়গা করে নিয়েছে ১১৪ জন পরীক্ষার্থী।

মেধাতালিকার প্রথম দশে এ বছর জায়গা করে নিয়েছে ১১৪ জন পরীক্ষার্থী। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১২:৪৭
Share: Save:

শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী। এক নজরে তাদের দেখে নিল আনন্দবাজার অনলাইন।প্রথম (২ জন), প্রাপ্ত নম্বর: ৬৯৩

১. অর্ণব ঘড়াই

রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুল (বাঁকুড়া)

২. রৌনক মণ্ডল

বর্ধমান সিএমএস হাই স্কুল (পূর্ব বর্ধমান)

মাধ্যমিক ২০২২ ফলাফল

ফলাফল দেখতে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন

  • Roll Number*

  • Date of Birth*

দ্বিতীয় (২ জন), প্রাপ্ত নম্বর: ৬৯২

১. কৌশিকি সরকার

আদর্শবাণী অ্যাকাডেমি (মালদহ)

২. রৌনক মণ্ডল

ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল

তৃতীয় (২ জন), প্রাপ্ত নম্বর: ৬৯১

১. অনন্যা দাশগুপ্ত

আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাই স্কুল

২. দেবশিখা প্রধানচোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ (পূর্ব মেদিনীপুর)

অর্ণব গড়াই (প্রথম), রৌনক মণ্ডল (প্রথম), কৌশিকী সরকার (দ্বিতীয়), রৌনক মণ্ডল (দ্বিতীয়)।

অর্ণব গড়াই (প্রথম), রৌনক মণ্ডল (প্রথম), কৌশিকী সরকার (দ্বিতীয়), রৌনক মণ্ডল (দ্বিতীয়)।

চতুর্থ (৪ জন), প্রাপ্ত নম্বর: ৬৯০

১. অভীক দাস

আলিপুরদুয়ার ম্যাক উইলিয়ম হাই স্কুল

২. অভিষেক গুপ্ত

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)

৩. সাগ্নিক কুমার দে

হুগলি কলেজিয়েট স্কুল

৪. শ্রুতর্ষি ত্রিপাঠী

পাঠভবন (কলকাতা)

শ্রুতর্ষি ত্রিপাঠী (চতুর্থ), বিশ্বজিৎ মণ্ডল (নবম), সাগ্নিক দে (চতুর্থ), অনন্যা দাশগুপ্ত (তৃতীয়), নিরুপম দাস (ষষ্ঠ)।

শ্রুতর্ষি ত্রিপাঠী (চতুর্থ), বিশ্বজিৎ মণ্ডল (নবম), সাগ্নিক দে (চতুর্থ), অনন্যা দাশগুপ্ত (তৃতীয়), নিরুপম দাস (ষষ্ঠ)।

পঞ্চম (১১ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৯

১.সৌহার্দ্য সিংহ

বৈরাতিগুড়ি হাই স্কুল (জলাপাইগুড়ি)

২. দেবদত্তা কুণ্ডু

গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)

৩. ধ্রুবজিৎ সাহা

গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)

৪. আরমান ইশতেয়াগ আলি

মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)

৫. আর্জিনি সাহা

মাথাভাঙা হাই স্কুল (কোচবিহার)

৬. অনিন্দ্য সাহা

রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির (উত্তর দিনাজপুর)

৭. সামিয়া ইয়াসমিন

বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)

৮. জেনিফার রানা

বড় লোহাপুর চারুবালা গার্লস হাই স্কুল (বীরভূম)

৯. পৌলমী বেরা

দক্ষিণচক হাই স্কুল (ঝাড়গ্রাম)

১০. শুভ্র দত্ত

গোরাবাজার ইশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)

১১. সম্রাট মণ্ডল

টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)

সায়ন দেবনাথ (অষ্টম), মধুরিমা দে (অষ্টম), অনিন্দ্য সাহা (পঞ্চম), বৃষ্টি পাল (অষ্টম), জেনিফার রানা (পঞ্চম)।

সায়ন দেবনাথ (অষ্টম), মধুরিমা দে (অষ্টম), অনিন্দ্য সাহা (পঞ্চম), বৃষ্টি পাল (অষ্টম), জেনিফার রানা (পঞ্চম)।

ষষ্ঠ (৬ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৮

১. নিরুপম দাস

মজেপুর ভারতী বিদ্যামন্দির (হুগলি)

২. সম্পূর্ণা নন্দী

আরামবাগ গার্লস হাই স্কুল (হুগলি)

৩. সৃজিতা গোস্বামী

বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল (পূর্ব বর্ধমান)

৪. সৈকত গঙ্গোপাধ্যায়

আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুল (পশ্চিম বর্ধমান)

৫. সমতা কুলিয়া

কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৬. প্রতীক মাইতি

মানিকজোড় কামিনীকুমারী হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

আর্জিনি সাহা (পঞ্চম), সাত্ত্বিক সরকার (দশম), দেবশিখা প্রধান (তৃতীয়), দেবদত্ত কুন্ডু (পঞ্চম), জুলিয়ানা পরভিন (অষ্টম)।

আর্জিনি সাহা (পঞ্চম), সাত্ত্বিক সরকার (দশম), দেবশিখা প্রধান (তৃতীয়), দেবদত্ত কুন্ডু (পঞ্চম), জুলিয়ানা পরভিন (অষ্টম)।

সপ্তম (১০ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৭

১. অনন্যা দেব

গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)

২. সৃজিতা মজুমদার

গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)

৩. সৌগত ঘোষ

বালুরঘাট হাই স্কুল (দক্ষিণ দিনাজপুর)

৪. জ্যোতির্ময় মণ্ডল

বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)

৫. সোহম লায়েক

হরিগ্রাম গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)

৬. রনিত শাহু

মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)

৭. শাশ্বত সিংহ

মালেশ্বরপুর সারদা বিদ্যাপীঠ (পশ্চিম মেদিনীপুর)

৮. সিঞ্চন দত্ত

বিবরদা শচীদানন্দ শিক্ষা সদন (বাঁকুড়া)

৯. সায়ন্তন মাইতি

কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন (পূর্ব মেদিনীপুর)

১০. অপূর্ব নস্কর

মজিলপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

সৌরদীপ গুছাইত (দশম), রনিত সাউ (সপ্তম), দেবমাল্য নিয়োগী (অষ্টম), মৃত্যুঞ্জয় মণ্ডল (অষ্টম), সোহম বিশ্বাস (দশম)।

সৌরদীপ গুছাইত (দশম), রনিত সাউ (সপ্তম), দেবমাল্য নিয়োগী (অষ্টম), মৃত্যুঞ্জয় মণ্ডল (অষ্টম), সোহম বিশ্বাস (দশম)।

অষ্টম (২২ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৬

১. জুনাইনা পরভিন

সারদা শিশুতীর্থ, সেবক রোড (দার্জিলিং)

২. রনি বর্মন

গোপালনগর এসএসএস হাই স্কুল (কোচবিহার)

৩. অরুণিমা শিকদার

ইসলামপুর গার্লস হাই স্কুল (উত্তর দিনাজপুর)

৪. ব্রাত্য বসু

বিষ্ণুপুর হাই স্কুল (বাঁকুড়া)

৫. বৃষ্টি পাল

চুঁচুড়া বালিকাবাণী মন্দির (হুগলি)

৬. সৌমদীপ্ত কোনার

নারায়ণপুর আশুতোষ ভবনময়ী হাই স্কুল (হুগলি)

৭. মৃত্যুঞ্জয় মণ্ডল

সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল (বীরভূম)

৮. মধুরিমা দে

নাকরাকোন্ডা হাই স্কুল (বীরভূম)

৯. সৌমাল্য নিয়োগী

বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)

১০. উর্মি মণ্ডল

বাউটিয়া রাধারমণ হাই স্কুল (বীরভূম)

১১. দেবমাল্য নিয়োগী

মেদিনীপুর শ্রী রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন (পশ্চিম মেদিনীপুর)

১২. শ্রেয়সী ভূঁইয়া

ধনেশ্বরপুর রাখালচন্দ্র বালিকা বিদ্যালয় (পশ্চিম মেদিনীপুর)

১৩. অনিমেষ লায়েক

ইঁদপুর গোয়েঙ্কা হাই স্কুল (বাঁকুড়া)

১৪. সৌরভী চট্টোপাধ্যায়

রঘুনাথপুর গার্লস হাই স্কুল (পুরুলিয়া)

১৫. অভ্র চট্টোপাধ্যায়

পুরুলিয়া রামকৃষ্ণ মিশন

১৬. ঈশিতা সামন্ত

কেটিপিপি হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

১৭. সারস্বত গায়েন

হাঁসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

১৮. অনীশ ঘড়াই

বিবেকানন্দ মিশন আশ্রম (পূর্ব মেদিনীপুর)

১৯. ফারহান বিশ্বাস

গোরাবাজার ঈশ্বচচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)

২০.সায়ন দেবনাথ

প্রফুল্লনগর বিদ্যামন্দির (উত্তর ২৪ পরগনা)

২১. শাশ্বত নাইয়া

মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

২২. সোহম পাল

মাজিপুর জেএম ট্রেনিং স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

ঋতব্রত দাস (দশম), সম্পূর্ণা নন্দী (ষষ্ঠী), অভ্র চট্টোপাধ্যায় (অষ্টম), সুরভি চট্টোপাধ্যায়(অষ্টম), ফারহান বিশ্বাস (অষ্টম)।

ঋতব্রত দাস (দশম), সম্পূর্ণা নন্দী (ষষ্ঠী), অভ্র চট্টোপাধ্যায় (অষ্টম), সুরভি চট্টোপাধ্যায়(অষ্টম), ফারহান বিশ্বাস (অষ্টম)।

নবম (১৫ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৫

১. বিশ্বদীপ মণ্ডল

বৈরাটিগুড়ি হাই স্কুল (জলপাইগুড়ি)

২. স্বরূপ কর্মকার

লটিয়াবনি অঞ্চল হাই স্কুল (বাঁকুড়া)

৩. ব্রিজেশ লোহার

বাঁকুড়া জেলা স্কুল

৪. সৌরথ দে

বর্ধমান টাউন স্কুল

৫. অঙ্কুর ঘোষ

বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল

৬. পায়েল দাস

রায়পুর কাশীনাথ মেমোরিয়াল বালিকা বিদ্যানিকেতন (পূর্ব বর্ধমান)

৭. সুরথ ঘোষ

কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন (পূর্ব বর্ধমান)

৮. মৌদীপ ঘোষ

আলমপুর হরিমোহন হাই স্কুল (পূর্ব বর্ধমান)

৯. অনীক বাগদি

বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)

১০. পার্থিব কোটাল

লক্ষ্মীসাগর হাই স্কুল (বাঁকুড়া)

১১. অনুভব সেন

তালডাংরা ফুলবনি হাই স্কুল (বাঁকুড়া)

১২. সোহন শতপথী

সিমলাপাল মদনমোহন হাই স্কুল (বাঁকুড়া)

১৩. মেমোরি মিম ইমান

ডোমকল বালিকা বিদ্যাপীঠ (মুর্শিদাবাদ)

১৪. স্নেহাশিস চট্টোপাধ্যায়

গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন (মুর্শিদাবাদ)

১৫. দ্বৈপায়ন সাহা

রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাভবন (উত্তর ২৪ পরগনা)

দশম (৪০ জন), প্রাপ্ত নম্বর: ৬৮৪

১. সমৃদ্ধি দে

আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল

২. বিতান চক্রবর্তী

কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠ

৩. রূপম বর্মন

তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুল (কোচবিহার)

৪. অমৃতাভ পাল

তুফানগঞ্জ নৃপেন্দ্রনারায়ণ মেমোরিয়াল হাই স্কুল (কোচবিহার)

৫. সায়ন্তিকা বর্মন

গোপালনগর এমএসএস হাই স্কুল (কোচবিহার)

৬. রাইফা তমন্না

মাথাভাঙা গার্লস হাই স্কুল (কোচবিহার)

৭. নাফিসা হোসেন

মাথাভাঙা গার্লস হাই স্কুল (কোচবিহার)

৮. মহম্মদ ফইজ মাসুদ

বেদরাবাদ হাই স্কুল (মালদহ)

৯. শুভ্রজিৎ বিশ্বাস

রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির (মালদহ)

১০. প্রত্যুষা কুণ্ডু

বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল

১১. সৌমিক ধবল

বাঁকুড়া জেলা স্কুল

১২. ঋতব্রত দাস

হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল

১৩. সৌরদীপ গুছাইত

চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির

১৪. মহম্মদ শাহিদ

আরামবাগ হাই স্কুল (হুগলি)

১৫. সৌনক বন্দ্যোপাধ্যায়

বর্ধমান সিএমএস হাই স্কুল (পূর্ব বর্ধমান)

১৬. শেখ আজাদ

বুজরুকদিঘি হাই স্কুল (পূর্ব বর্ধমান)

১৭. অঙ্কন ঘোষ

কালনা অম্বিকা মহিষমর্দিনী হাই স্কুল (পূর্ব বর্ধমান)

১৮. নীলাদ্রি মণ্ডল

সোন্দলপুর বৃন্দাদেবী বিদ্যামন্দির (পূর্ব বর্ধমান)

১৯. সোহম কোনার

মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল (পূর্ব বর্ধমান)

২০. সানন্দা রায়

নবনালন্দা শান্তিনিকেতন হাই স্কুল (বীরভূম)

২১. আফরিন খাতুন

কবি নজরুল শিক্ষা নিকেতন হাই স্কুল (মালদহ)

২২. সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়

বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয় (বীরভূম)

২৩. সৌম্য মণ্ডল

চাতরা গনেশলাল হাই স্কুল (বীরভূম)

২৪. অয়নকুমার পাল

রাধামোহনপুর বিবেকানন্দ হাই স্কুল (পশ্চিম মেদিনীপুর)

২৫. অরিত্র মণ্ডল

ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন

২৬. অনুষ্কা পাহাড়ি

কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

২৭. প্রত্যুষা মিশ্র

কন্টাই হিন্দু গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

২৮. অর্ঘ্যদীপ মাইতি

কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন (পূর্ব মেদিনীপুর)

২৯. সৌম্যদীপ গিরি

জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৩০. শৌনক প্রামাণিত

তমলুক হ্যামিল্টন হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৩১. আলেখ্য বাড়

তমলুক হ্যামিল্টন হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৩২. তনিষ্ঠা দাস

তমলুক রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৩৩. সৌমদীপ শেঠ

কাণ্ডপশরা দেশপ্রাণ হাই স্কুল (পূর্ব মেদিনীপুর)

৩৪. সুকন্যা দেবনাথ

রানাঘাট ব্রজবালা গার্লস হাই স্কুল (নদিয়া)

৩৫. সোহম বিশ্বাস

গোবরডাঙা খাঁটুরা হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)

৩৬. কয়াল দাস

হাবড়া কামিনীকুমার গার্লস হাই স্কুল (উত্তর ২৪ পরগনা)

৩৭. বর্ণিতা সাহা

জনপ্রিয় হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

৩৮. মোনালিসা পরভিন

জটা নগেন্দ্রপুর হাই স্কুল (দক্ষিণ ২৪ পরগনা)

৩৯. ভাস্বতী আদক

হরিনাভি সুভাষিনী বালিকা শিক্ষালয় (দক্ষিণ ২৪ পরগনা)

৪০. সাত্ত্বিক সরকার

হাওড়া জেলা স্কুল

অন্য বিষয়গুলি:

Madhyamik examination Madhyamik Result 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy