Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
bus

বাড়ছে না বাসের ভাড়া, নামছে ট্রামের সঙ্গে হাজার অ্যাপ ক্যাব, জানাল রাজ্য

শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সরকারি বাসে যেমন ভাড়া বাড়ছে না, তেমনই বেসরকারি বাস-মিনিবাসেও কোনও ভাড়া বাড়বে না। শাটারস্টক।

সরকারি বাসে যেমন ভাড়া বাড়ছে না, তেমনই বেসরকারি বাস-মিনিবাসেও কোনও ভাড়া বাড়বে না। শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৮:৪৪
Share: Save:

বেসরকারি বাস-মিনিবাসের ভাড়া বাড়ছে না। বাস-মিনিবাস সংগঠনগুলোর প্রস্তাবিত বাড়তি ভাড়ার বিষয়টি অনুমোদন করছে না রাজ্য সরকার। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এখন কঠিন সময়। এই সময়ে বাসের ভাড়া বাড়ছে না। যদি একই ভাড়াতে বাস চালাতে কেউ রাজি হন, তা হলে সব রকমের সহযোগিতা করা হবে।”


গত বুধবার বেসরকারি বাস-মিনিবাস সংঠনগুলির সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী। ভাড়ার বিষয়টি ওই সংগঠনগুলোর উপরেই ছেড়ে দেওয়া হয়েছিল বলে সে দিন তিনি জানিয়েছিলেন। বাস মালিকেরা খসড়া ভাড়ার তালিকা পাঠিয়ে দিয়েছিলেন পরিবহণ দফতরে তার পরের দিনই। তাঁদের দাবি ছিল, ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত ভাড়া ধার্য করতে হবে। তাতে দেখা দিয়েছিল, পুরনো ভাড়ার থেকে প্রায় তিন গুণ ভাড়া বৃদ্ধি হচ্ছে।
এ দিন শুভেন্দু জানান, সরকারি বাসে যেমন ভাড়া বাড়ছে না, তেমনই বেসরকারি বাস-মিনিবাসেও কোনও ভাড়া বাড়বে না। তবে যাতে মানুষ নিজের গন্তব্যে পৌঁছতে পারেন, তাঁর জন্যে আরও সরকারি বাস নামানো হবে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৫টি রুটে বাস চলছে। ডিপো থেকে বাস ছাড়ার সময় কমিয়ে আধ ঘণ্টা করা হয়েছে। বাসের সংখ্যা আরও বাড়ানো হবে। এ ছাড়া আরও এক হাজার ওলা-উবর নামবে। ইতিমধ্যে ২০০টি অ্যাপ ক্যাব চলছে। তা ছাড়া ধাপে ধাপে গণ পরিবহণে আরও গাড়ি নামানো হবে।


পরিবহণমন্ত্রী বলেন, “ট্রাম পরিষেবাও চালু করা হবে। জলপথেও পরিবহণের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা চলছে। ধাপে ধাপে হলুদ, নীল-সাদা ট্যাক্সিও নামবে। যে ট্যাক্সি মিটারে চলে, তাঁদের ভাড়া বাড়ানোর কোনও বিষয়ই নেই। অটোর বিষয়টিও ভাবা হচ্ছে। ”

আরও পড়ুন- ভয়ঙ্কর গতিতে এ রাজ্যের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

আরও পড়ুন: ‘গ্রিন জ়োন’ হওয়ার পথে বেলগাছিয়া বস্তি এলাকা

অন্য বিষয়গুলি:

Bus Lockdown Coronavirus Suvendu Adhikari শুভেন্দু অধিকারী
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy