Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
West Bengal Lockdown

লকডাউনে সহায় পর্বতারোহণ সংস্থা

এখনও পর্যন্ত ৩২৩টি শবর ও আদিবাসী পরিবারকেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এএফপি-র তোলা প্রতীকী ছবি।

এএফপি-র তোলা প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২০ ০২:৪০
Share: Save:

এমনিতে তাদের কাজ পর্বতারোহণ প্রশিক্ষণ দেওয়া। করোনা পরিস্থিতিতে তাদের সংগঠনকে বিপন্ন মানুষের কাছে জরুরি সামগ্রী পৌঁছে দেওয়ার কাজে লাগাচ্ছে ‘বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি’। লকডাউনের মধ্যে গত ১০ দিনে বাঁকুড়ার ৪১৭টি পরিবারের কাছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম করে মুসুর ডাল, পিঁয়াজ ও চিঁড়ে, দু’টি করে বিস্কুটের প্যাকেট, ২০০ মিলিলিটার সর্ষের তেলের একটি শিশি, ২০০ গ্রাম সয়াবিন এবং একটি করে হাত ধোওয়ার সাবান পৌঁছে দিয়েছে তারা। এখনও পর্যন্ত ৩২৩টি শবর ও আদিবাসী পরিবারকেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সংগঠন সূত্রের বক্তব্য, যে সব গরিব পরিবার সরকারি কোনও সাহায্য পায়নি বা পেলেও তা খুবই অপ্রতুল, খোঁজ নিয়ে সেই সব পরিবারকেই সহায়তা দেওয়া হচ্ছে। অ্যাকাডেমির তরফে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের সদস্য, ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ব্লকের যে সব এলাকায় রয়েছেন, আমরা সেখান থেকেই সমীক্ষা করে এই ত্রাণ-সহায়তার কাজ করছি। যত দিন লকডাউন থাকবে, তত দিন এই কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

West Bengal Lockdown Coronavirus Lockdown
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE