Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Liqour Price

কর কাঠামোয় বদল এনে মদের দাম কমানোর চিন্তা

বেশি দামের নামকরা ব্র্যান্ডের বড় বোতল কিনলে কর দিতে হবে অনেক বেশি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

জগন্নাথ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০৫:২২
Share: Save:

বেশি আয় হলে, করও বেশি দিতে হয়। এ রাজ্যে মদের উপর কর নেওয়ার ক্ষেত্রেও সেই প্রথাই চালু করার প্রস্তাব দিয়েছে আবগারি দফতর। দিশি ও বিলিতি মদের উপর সর্বোচ্চ

খুচরো দামের(এমআরপি) উপর কর নেওয়ার ব্যবস্থা পরিবর্তন করে মদের উৎপাদন খরচের উপর (এক্সডিস্টিলারি প্রাইস)-এর উপর কর চালু করার ভাবনা রয়েছে দফতরের। যা হলে, কম দামের এবং ছোট বোতলের মদ কিনলে কর কম দিতে হবে। বেশি দামের নামকরা ব্র্যান্ডের বড় বোতল কিনলে কর দিতে হবে অনেক বেশি। এখন এক লিটার মদে কত পরিমাণ অ্যালকোহল আছে তার উপর কর চাপানো হয়। সেই ব্যবস্থা বদলে অ্যালকোহল-জল মিশ্রিত এক লিটার মদের উপরই করের সার্বিক হিসাব কষা হবে।

নতুন কর ব্যবস্থা নবান্ন অনুমোদন দিলে দিশি মদের সঙ্গে কম দামি বিলিতি মদের ছোট বোতলের দামের খুব বেশি ফারাক থাকবে না বলে আবগারি কর্তারা দাবি করেছেন। এর জেরে রাজ্যে দিশির বাজারে বিলিতির আগমন হতে পারে বলে তাঁরা জানাচ্ছেন।

কর্তারা অবশ্য জানাচ্ছেন, মদের বাজারে দু’তিনটি গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য বন্ধ করে প্রতিযোগিতা আনতেই নতুন কর নীতি চালু করা হচ্ছে। নতুন ব্যবস্থায় অনেক নতুন সংস্থা এ রাজ্যে এসে মদের কারখানা খুলতে চাইবে। এক আবগারি কর্তার কথায়,‘‘বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎপাদক ও স্থানীয় ব্র্যান্ডের অনেক বিলিতি মদের কারখানা রয়েছে। পশ্চিমবঙ্গে তা হয়নি। যে দু’তিনটি বৃহৎ সংস্থা বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে, বাজার ধরে রাখতে হলে তাদেরই দাম নিয়ন্ত্রণে রাখতে হবে। সরকার মদের দাম কমাতে চায় বলেই সংস্থাগুলির মধ্যে প্রতিযোগিতা এনে এই নীতি চালু করতে চাইছে।’’

আবগারি কর্তারা জানাচ্ছেন, আগে এমআরপি’র মধ্যেই কর ধরা হত। এখন উৎপাদন খরচ ও লাভ রেখে সংস্থাগুলিকে মদের দাম গোপনে আবগারি দফতরকে জানাতে হবে। দফতর তার উপর কর ধার্য করবে। ফলে মদের উৎপাদকদের হাতেই কোন ব্র্যান্ডের মদের কী দাম হবে তা নির্ভর করছে।

আবগারি কর্তারা জানাচ্ছেন, করোনার সময় মদের উপর ৩০% বিক্রয় কর চাপানোর ফলে মদের বিক্রি কমে গিয়েছে। তাঁদের ধারণা, নতুন ব্যবস্থায় আবগারি রাজস্ব বছরে ১২ হাজার কোটি টাকা থেকে ১৮ -২০ হাজার কোটি টাকায় চলে যেতে পারে।

দফতরের প্রস্তাবে অবশ্য বিলিতি মদের উৎপাদকেরা রাজি হননি। দু’একটি বড় সংস্থা রাজ্যের ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার কথাও দফতরকে জানিয়েছেন। নবান্নের খবর, আবগারি দফতরের প্রস্তাব শীর্ষ আমলারা খতিয়ে দেখার পরে সিদ্ধান্ত হবে।

অন্য বিষয়গুলি:

Liquour Price Tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy