Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Portal set by Finance department

সরকারি প্রকল্পে নজরদারি করবে অর্থ দফতরের নয়া পোর্টাল, ’২৬-এর ভোটে চোখ রেখে পদক্ষেপ নবান্নের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বে। প্রতিমন্ত্রী হিসেবে চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্ব পালন করলেও মুখ্যমন্ত্রী স্বয়ং এই দফতরের উপর নজর রেখে চলেন বলেই নবান্ন সূত্রে খবর।

West Bengal finance department opens a portal to look after the projects of infrastructure development

(বাঁ দিকে) চন্দ্রিমা ভট্টাচার্য । মমতা বন্দ্যোপাধ্যায়। (ডান দিকে) —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১২:৩৫
Share: Save:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রকল্পের কাজের অগ্রগতির উপর নজরদারি করতে একটি পোর্টাল চালু করা হয়েছে। ‘ইউনিফায়েড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ (ইউপিএমএস) নামে ওই পোর্টালটির নিয়ন্ত্রণ থাকবে অর্থ দফতরের হাতে। এই পোর্টালের মাধ্যমে একাধিক দফতরের বিভিন্ন প্রকল্পের উপর নজরদারি করতে কয়েক দিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্বে। প্রতিমন্ত্রী হিসাবে চন্দ্রিমা ভট্টাচার্য দায়িত্ব পালন করলেও মুখ্যমন্ত্রী স্বয়ং এই দফতরের উপর নজর রেখে চলেন বলেই নবান্ন সূত্রে খবর। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সব দফতর তাদের প্রকল্পগুলি যাতে সুষ্ঠু ভাবে রূপায়িত করতে পারে, সেই কারণেই নতুন এই পোর্টালটি চালু করা হয়েছে বলে দাবি করেছেন নবান্নের এক আধিকারিক।

ইতিমধ্যে পূর্ত, সেচ, পঞ্চায়েত, পুর ও নগরোন্নয়ন, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান দফতরকে এই পোর্টালের আওতায় আনা হয়েছে। এ ছাড়াও কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র অধীনে চলা বিভিন্ন প্রকল্পের কাজকেও এই পোর্টালের নজরদারিতে রাখা হয়েছে। একটি প্রকল্প শুরু হওয়ার পর থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতি আর্থিক বছরে কত টাকা খরচ হচ্ছে এবং কাজ কতটা এগোল, তার খতিয়ান ওই পোর্টালে থাকবে। সরকারি প্রকল্পের জন্য দফতরগুলিকে টাকা বরাদ্দ করে অর্থ দফতর। পোর্টালের মাধ্যমে প্রতিটি প্রকল্পের বর্তমান অবস্থা এবং বরাদ্দ অর্থ খরচের উপর অর্থ দফতর সরাসরি নজর রাখতে পারবে। কোনও প্রকল্পের কাজ ধীর গতিতে চললে সংশ্লিষ্ট দফতরকে সতর্ক করতে পারবে অর্থ দফতর। এই পোর্টালের আওতায় এসেছে বিভিন্ন দফতরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়‌গুলি। উদাহরণ হিসাবে বলা যায়, রাস্তা, বিল্ডিং, সেতু, বাঁধ ও পানীয় জল সরবরাহের মতো জনস্বার্থের বিষয় সংক্রান্ত প্রকল্পগুলিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে। আগামী এক বছর রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, চতুর্থ বারের জন্য ক্ষমতায় ফিরতে রাজ্যের মানুষের কাছে মুখ্যমন্ত্রী তাঁর সরকারের গতিশীল কর্মসংস্কৃতি মেনে রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে চান। তিনি এমন পদক্ষেপ করতে চান, যাতে রাজ্যের গ্রামীণ থেকে শহরাঞ্চলে শাসকদলের প্রতিনিধিদের ভোট চাইতে কোনও কুণ্ঠাবোধ না হয়।

আগামী এক বছর রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় যেমন স্থান পাবে গ্রাম এবং শহরের রাস্তাঘাট, তেমনই পানীয় জল থেকে জীবিকা। পরিষেবা কী ভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছবে, সে দিকে নজর রাখতে চায় নবান্ন। তাই মুখ্যমন্ত্রী কোনও জেলা সফরে যাওয়ার আগে এই পোর্টালের মাধ্যমে সেই জেলার উন্নয়নের কাজকর্ম-সহ প্রকল্পের গতিবিধি কোন পর্যায়ে রয়েছে, এ বিষয়ে অবগত হতে চায় অর্থ দফতর। সেই বিষয়ে প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখেই মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জেলা সফরে যেতে পারেন বলে জানাচ্ছে নবান্নের একটি সূত্র।

অন্য বিষয়গুলি:

Finance Department Portal West Bengal Finance Department Mamata Banerjee Chandrima Bhattacharya
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy