শুধু কৃষিকাজে বিদ্যুৎ দেওয়ার জন্য সব জেলায় আলাদা হাইটেনশন লাইন তৈরি করবে রাজ্য সরকার। খরচ হবে ৪২০০ কোটি টাকা। তার ৬০ শতাংশ দেবে কেন্দ্র। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘সেচ-বন্ধু’ নামে এই প্রকল্পটি অনুমোদন করা হয়। বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত জানান, এখন একটি লাইন থেকেই কৃষি, ক্ষুদ্রশিল্প ও গৃহস্থের ঘরে বিদ্যুৎ দেওয়া হয়। এতে লাইনের উপরে চাপ পড়ে এবং গ্রাহকেরা ভাল মানের বিদ্যুৎ পান না। লো-ভোল্টেজের সমস্যা হয়। সেচ-বন্ধু’ প্রকল্পে লাইন আলাদা করে দেওয়া হবে। একটি লাইনে মিলবে কৃষিকাজের বিদ্যুৎ। অন্য লাইনে গৃহস্থের ঘরে বিদ্যুৎ যাবে। এই প্রকল্পের জন্য ৮০টি নতুন সাবস্টেশন গড়া হবে। উন্নত করা হবে ৬০টি পুরনো সাবস্টেশনকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy