Advertisement
০৬ নভেম্বর ২০২৪
BJP MLA

BJP: সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিধানসভার লবিতে ধরনা দেবেন ২ বিধায়ক

নাটাবাড়ির বিধায়ক মিহির বলেন, ‘‘রাজ্যপাল নিজের বিবৃতিতে জানিয়েছেন, ওই দিন কারা তার বাজেট বক্তৃতার সময় বাধা দিয়েছিলেন। কিন্তু শাসকদল নিজেদের প্রভাব খাটিয়ে আমাদের সাসপেন্ড করিয়েছে। যত দিন অধিবেশন চলবে, তত দিন আমি ও সুদীপ ধরনা দেব।’’
 

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২২ ১৮:১১
Share: Save:

রাজ্যপালের বাজেট বক্তৃতার সময় বাধা দেওয়ার অভিযোগে সাময়িক ভাবে দুই বিজেপি বিধায়ককে বরখাস্ত করা হয়েছে। সেই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ওই দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় বৃহস্পতিবার থেকে বিধানসভার লবিতে ধরনায় বসবেন। বুধবার এ কথা জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘যত দিন স্পিকার নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন, তত দিন আমাদের ওই বিধায়করা বিধানসভার লবিতে ধরনা অবস্থানে বসবেন। দফায় দফায় তাঁদের সঙ্গ দেবেন বিজেপি-র অন্য বিধায়কেরাও।’’ অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়কেরা পালা করে স্পিকারের কাছে ওই দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের দাবি জানাবেন হলেও জানিয়েছেন বিরোধী দলনেতা।

নাটাবাড়ির বিধায়ক মিহির বলেন, ‘‘রাজ্যপাল নিজের বিবৃতিতে জানিয়েছেন, ওই দিন কারা তার বাজেট বক্তৃতার সময় বাধা দিয়েছিলেন। কিন্তু শাসকদল নিজেদের প্রভাব খাটিয়ে আমাদের সাসপেন্ড করিয়েছে। যত দিন অধিবেশন চলবে, তত দিন আমি ও সুদীপ ধরনা দেব।’’

মিহির ও সুদীপকে অধিবেশনের প্রতি দিন বিধানসভায় হাজির থাকতে নির্দেশ দিয়েছেন বিরোধী দলনেতা। সুদীপ বলেন, ‘‘নিজেদের অন্যায় চাপা দিতে আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। কারা সে দিন রাজ্যপালকে বাধা দিয়েছিলেন তা সবাই জানেন। শুধু শাসকদল জানে না।’’

অন্য বিষয়গুলি:

BJP MLA Dharna Budget session WB Assembly
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE