কেউ গিয়েছিলাম মধুচন্দ্রিমায়, কেউ বিবাহবার্ষিকীতে বেড়াতে। পরিবার নিয়ে ছুটি কাটাতেও অনেকে জম্মু-কাশ্মীর গিয়েছিলেন। মঙ্গলবার অনন্তনাগের বৈসরনী উপত্যকায় হত্যালীলায় তাঁদের অনেকেই হারিয়েছেন পুরুষ সদস্যকে। স্ত্রীর চোখের সামনেই খুন হয়েছেন তাঁরা। তেমনই একজন ঝাড়খণ্ডের রায়পুরের ব্যবসায়ী দীনেশ মিরানিয়া। বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন পহেলগাঁওয়ে। সঙ্গে ছিল দুই নাবালক সন্তান। জঙ্গিহানায় খুন হয়েছেন দীনেশও।
ব্যবসায়ীর শ্যালক জানান, মঙ্গলবার জঙ্গিহানার খবর পেয়ে দিদি-জামাইবাবুর খবরাখবর নেওয়ার চেষ্টা করেন তাঁরা। কিছুতেই যোগাযোগ করতে পারছিলেন না। ঘণ্টা চারেকের চেষ্টার পর তাঁরা জানতে পারেন, জঙ্গিদের গুলিতে নিহতের তালিকায় রয়েছেন দীনেশও!
বিজেপি নেতা তথা দীনেশের শ্যালক অমর বনসল বলেন, ‘‘রাত সাড়ে ৯টা (মঙ্গলবার) নাগাদ আমরা খবর পেলাম জামাইবাবুকে গুলি করেছে জঙ্গিরা। গুলিবিদ্ধ অবস্থায় দীনেশজিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। আমার বোনও জখম হয়েছে।’’ অমর জানান, মঙ্গলবার অনন্তনাগে ভগবত কথা অনুষ্ঠানে গিয়েছিলেন দীনেশ। হোটেলে ফেরার পর খাওয়া-দাওয়ার কথা ছিল। তা ছাড়া, মঙ্গলবারই যে হেতু তাঁদের বিবাহবার্ষিকী ছিল, সেই উপলক্ষে আরও কিছু পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মুহূর্তের মধ্যে সব কেমন এলোমেলো হয়ে গেল!
আরও পড়ুন:
দীনেশরা তিন ভাই। তিন জনেই ব্যবসায়ী। রায়পুরেই সকলে থাকেন। পরিবারের দাবি, নামধাম জিজ্ঞাসা করে গুলি করে মারা হয় দীনেশকে। বুধবার দীনেশের স্ত্রী-পুত্রকে ফেরানো হচ্ছে বাড়ি। ব্যবসায়ীর দেহও নিয়ে আসা হচ্ছে জম্মু-কাশ্মীর থেকে। উল্লেখ্য, বৈসরন উপত্যকায় জঙ্গিহানায় এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকার। জখম হয়েছেন অনেকে। মৃতদের প্রত্যেকেই পুরুষ।
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
১৮:৩৯
গতকালের অস্ত্র দিয়ে আজ যুদ্ধ জেতা যায় না! ভারতের সেনা সর্বাধিনায়কের মুখে ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তান, কী বললেন -
ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের পরিকল্পনা ছিল কি? সংঘর্ষবিরতির ৬৩ দিন পরে কী উত্তর দিলেন পাক প্রধানমন্ত্রী
-
পাকিস্তানকে চাপে ফেলতে সিন্ধুর উপনদে বাঁধ নির্মাণের উদ্যোগ, বিশ্বব্যাঙ্কের ঋণ চাইল ভারত
-
‘ভয়ঙ্কর পরিস্থিতি’! ভারতের ব্রহ্মস হানা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর উপদেষ্টা
-
পহেলগাঁও কাণ্ডের পরে ‘কোপ’ পড়েছিল, সেই সব পাকিস্তানি ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রামের উপর থেকে সরছে নিষেধাজ্ঞা