তথাগত ও চন্দ্রিমার টুইট পাল্টা টুইট শুরু হয় শুক্রবার। ফাইল চিত্র।
তথাগত জানালেন, তিনি ঘরছাড়াদের তালিকা পাঠাবেন। চাইলেন মেল আইডি আর হোয়াটসঅ্যাপ নম্বর। চন্দ্রিমার জবাব, ‘ডাইরেক্ট মেসেজ করুন, মেল আইডি পাঠাব।’
সোমবার দুপুরে এমন ভাবেই গত কয়েকদিনের টুইট ও পাল্টা টুইট যেন শেষ হল। বিজেপি নেতা তথাগত রায়কে আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানালেন, বিজেপি-র ঘরছাড়াদের তালিকা পাঠান। তবে একই সঙ্গে চন্দ্রিমা দাবি করেন, এমনিতেই রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। তবে তথাগত চাইলেও নিজের হোয়াটসঅ্যাপ নম্বর দিতে চাননি চন্দ্রিমা। দুপুরে টুইট করার আগেই সোমবার সকালে আনন্দবাজার ডিজিটালকে চন্দ্রিমা বলেন, ‘‘আমাদের দল প্রথম থেকেই এই ধরনের ঘটনার বিরোধিতা করে এসেছে। কোথাও কেউ করলে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে বলে দলের সিদ্ধান্ত। আর রাজ্য সরকারও রাজনৈতিক রং বিচার না করে সকলকে ঘরে ফেরাতে উদ্যোগী হয়েছে।’’
এই টুইট বিনিময় শুরু গত শুক্রবার। তার আগে বৃহস্পতিবার বিজেপি-র অন্দরে তাঁর বিরোধী গোষ্ঠীর নেতা দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের খোঁচা দিতে টুইট করেছিলেন তথাগত রায়। তাতে উল্লেখ ছিল, দলের ঘরছাড়া কর্মীদের অভিযোগ শুনে তিনি অসহায় বোধ করছেন। কালক্ষেপ না করে জবাব দেন চন্দ্রিমা। কোনও রাজনৈতিক রং না দেখে ঘরছাড়াদের পাশে দাঁড়ানো এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেন। সঙ্গে ঘরছাড়াদের তালিকা চেয়েছিলেন। কিন্তু তাতে কিছুটা যেন বিড়ম্বনাতেই পড়ে যান তথাগত। কারণ, তখনও পর্যন্ত তাঁর কাছে কোনও তালিকা ছিল না। তিনি তালিকা তৈরি করবেন জানিয়ে জবাব দিয়ে চন্দ্রিমাকে লেখেন, ‘আমি খুবই কম নামের তালিকা দিতে পারব। আপনাদের হাতে পুলিশ এবং গোয়েন্দা শাখা রয়েছে। অনেক বেশি মানুষকে আপনারা নিজের থেকেই ফিরিয়ে আনতে পারবেন।’
As promised,I am beginning to send the lists.
— Tathagata Roy (@tathagata2) June 6, 2021
Please remember two things. First,this is only the tip of the iceberg. Second,my resources regarding collecting information are very limited.
As I had said earlier,kindly use your police to locate and rehabilitate the displaced people https://t.co/nIHYqkzNQT
শুক্রবারের সেই টুইট বিনিময়ের পরে রবিবার চন্দ্রিমকে ট্যাগ করে তথাগত লেখেন, ‘যেমন প্রতিশ্রুতি দিয়েছিলাম তেমনটা মেনে আমি তালিকা পাঠানো শুরু করছি। তবে দু’টি বিষয় মনে রাখতে হবে। প্রথম, এটা হিমশৈলের চূড়া মাত্র। দ্বিতীয়, তালিকা তৈরির ক্ষেত্রে আমার তথ্য সংগ্রহের সূত্র খুবই কম। আমি আগেই যেটা বলেছি যে, দয়া করে আপনাদের পুলিশকে ব্যবহার করে ঘরছাড়াদের খুঁজে ঘরে ফেরানোর ব্যবস্থা করুন।’’ এর সঙ্গে তথাগত চন্দ্রিমার হোয়াটসঅ্যাপ নম্বর ও মেল আইডি জানতে চান।
Thank you! I understand your limitations & assure you that GoWB is working round the clock towards rehabilitating all displaced persons.
— Chandrima Bhattacharya (@Chandrimaaitc) June 7, 2021
Kindly DM me so I can share my email address with you since I'm unable to DM you. Thanks. https://t.co/jnGh3yDuuH
জবাবে চন্দ্রিমা টুইটে লেখেন, ‘আমি আপনার সীমাবদ্ধতা জানি। তবে পশ্চিমবঙ্গ সরকার দিনরাত ঘরছাড়াদের ঘরে ফেরানোর কাজ করে চলেছে।’ সেই সঙ্গেই তথাগতকে ডায়রেক্ট মেসেজ (ডিএম) করতে বলেন চন্দ্রিমা। তাতেই তিনি ইমেল অ্যাড্রেস পাঠিয়ে দেবেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy