প্রতীকী ছবি।
রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের পরে এ বার সেল-এর কাঁচামাল সরবরাহের বিভাগ (আরএমডি) সরানোর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির রাজ্য নেতৃত্ব। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। চিঠিতে তাঁদের বক্তব্য, বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, অধুনা ছত্তীশগঢ়-সহ অবিভক্ত মধ্যপ্রদেশে ছড়িয়ে থাকা খনি এবং ইস্পাত কারখানাগুলির সঙ্গে যোগাযোগের সুবিধার কারণেই কলকাতায় আরএমডি রাখা হয়েছিল। সেই শাখা বন্ধ করে দিলে বা সরিয়ে নিলে পরিবহণের খরচ বাড়বে, কাঁচামাল পৌঁছনোয় সমস্যা হবে এবং অন্য দিকে অস্থায়ী ও চুক্তিভিত্তিক শ্রমিকদের অনেকে কাজ হারাবেন। স্থায়ী কর্মচারীদেরও বদলি করা হবে। রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে বাঁচানোর তাগিদেই আরএমডি সরানোর পরিকল্পনা রদ করার দাবি জানিয়ে চিঠিতে সই করেছেন সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু, আইএনটিইউসি-র কামারুজ্জামান কামার, এআইটিইউসি-র উজ্জ্বল চৌধুরী-সহ ১১টি সংগঠনের নেতৃত্ব। অন্য দিকে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে ভেঙে ৭টি কর্পোরেশন করার সিদ্ধান্তের বিরুদ্ধে কাল, শনিবার প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে প্রতিবাদে শামিল হওয়ার ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy