চাকরিপ্রার্থীদের আন্দোলন ৫৯৭ তম দিনে পড়ল মঙ্গলবার। গান্ধী-মূর্তির নীচে চলছে অবস্থান। ছবি: স্বাতী চক্রবর্তী।
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মেধা তালিকায় থাকা চাকরি-প্রার্থীদের অবস্থানে সহমর্মিতা জানালেন সরকারি কর্মচারীদের প্রতিনিধিরা। গান্ধী মূর্তি ও মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে অবস্থানরত টেট-উত্তীর্ণ প্রার্থীদের সঙ্গে মঙ্গলবার দেখা করেছেন সরকারি কর্মী, ব্যাংক, বিমা কর্মী এবং ১২ জুলাই কমিটি-সহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে তাঁরা আন্দোলনের পাশে আছেন বলে জানিয়েছেন। রাতের অন্ধকারে টেট-উত্তীর্ণ প্রার্থীদের অবস্থান পুলিশ দিয়ে তুলে দেওয়ার প্রতিবাদে এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এ দিনই পথে নেমেছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। ধর্মতলা থেকে শুরু হয়ে গান্ধী মূর্তির পরিবর্তে ওই মিছিল অবশ্য গিয়েছে কলেজ স্ট্রিট পর্যন্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy