Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
News Of The Day

ঝাড়গ্রামে বাঘিনি জ়িনত! পরিস্থিতি সামলাতে পারবে কি বন দফতর। মন্দারমণিতে খুনের তদন্ত। আর কী

গতিবিধি জানতে যে খুব বেশি বেগ পেতে হচ্ছে বনকর্মীদের, তা-ও নয়। কিন্তু এখনও কোনও ভাবেই ওড়িশা থেকে আসা বাঘিনি জ়িনতকে বাগে আনতে পারল না বন দফতর!

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৩৪
Share: Save:

ঝাড়গ্রামে বাঘিনি জ়িনত! পরিস্থিতি সামলাতে কি পারবে বন দফতর

‘বাঘবন্দি খেলা’ চলছেই ঝাড়গ্রামে। বাঘিনির গলায় রেডিয়ো কলারে ট্র্যাকার রয়েছে। ড্রোনেও নজরদারি চলছে। গতিবিধি জানতে যে খুব বেশি বেগ পেতে হচ্ছে বনকর্মীদের, তা-ও নয়। কিন্তু এখনও কোনও ভাবেই ওড়িশা থেকে আসা বাঘিনি জ়িনতকে বাগে আনতে পারল না বন দফতর! সিমলিপালের জঙ্গল থেকে ঝাড়খণ্ড ঘুরে শুক্রবার ঝাড়গ্রামে ঢুকে পড়েছিল জ়িনত। শনিবার সকালে পাওয়া খবর, কটাচুয়ার জঙ্গল থেকে কাঁকড়াঝোড় ও ময়ূরঝর্ণার জঙ্গলে ঢুকেছে সেই বাঘিনি। রাত পর্যন্ত তার কোনও হদিস পায়নি বন দফতর। যার জেরে আতঙ্কিত ঝাড়গ্রামবাসী। জঙ্গল সংলগ্ন এলাকায় মাইকে প্রচার চালাচ্ছে বন দফতর। গ্রামবাসীদের অনুরোধ করা হচ্ছে, তাঁরা যাতে জঙ্গলে না যান। অত্যন্ত প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে। বেরোতে হলে দল বেঁধে বেরোনোর পরামর্শ দিচ্ছেন বনকর্মীরা। পাশাপাশি গ্রামবাসীদের উদ্দেশে তাঁদের অনুরোধ, বাঘিনি সংক্রান্ত কোনও খবর পেলেই যেন থানা অথবা বন দফতরে তাঁরা জানান। এ ছাড়া বাঘিনি সম্পর্কে কোনও গুজব ছড়াতেও নিষেধ করা হয়েছে। আজ জ়িনতের খোঁজ মেলে কি না, সে দিকে নজর থাকবে।

কুয়েত সফরের দ্বিতীয় দিন, পর পর বৈঠকে মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুয়েত সফরের আজ দ্বিতীয় দিন। ৪৩ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী কুয়েত সফরে গিয়েছেন। আজ কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। এর পর কুয়েতের যুবরাজ সাবাহ আল-খালিদ আল-সাবাহ্‌র সঙ্গেও সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে তাঁর। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই সফরে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করাই মূল লক্ষ্য। এ ছাড়াও এই সফরে কিছু দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ভারত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হতে পারে। দু’দিনের সফর শেষে আজই দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মোদীর। দেশে ফেরার আগে আজ বিকেলে কুয়েতে সাংবাদিক বৈঠকও করার কথা রয়েছে তাঁর। চার দশক পর ভারতের প্রধানমন্ত্রীর কুয়েত সফরে শনিবারও বেশ কিছু কর্মসূচি ছিল। কুয়েতের প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করেন মোদী। ভারত-কুয়েত বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে, সে দিকে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বকেয়া ডিএ: নবান্নের সামনে ধর্নায় সরকারি কর্মীদের একাংশ

বকেয়া মহার্ঘভাতা (ডিএ) পেতে গত দু’বছর ধরে ধারাবাহিক অবস্থান করে আসছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আর থেকে টানা তিন দিন রাজ্য সরকারের সদর দফতর নবান্নের সামনে তারা ধর্না অবস্থানে বসবে। আদালতের নির্দেশে, রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ধর্না কর্মসূচি করবেন তারা। ডিএ ছাড়াও তাদের দাবি, সরকারি প্রতিষ্ঠানে ৬ লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ করতে হবে। আজ এই খবরে নজর থাকবে।

আবার বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা, বড়দিনে কি পড়বে শীত

আজ থেকে দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। পরের দু’দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বড়দিনে আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শীত কবে জাঁকিয়ে পড়বে, তা এখনও স্পষ্ট নয়।

মন্দারমণিতে তৃণমূল নেতা খুনের তদন্ত কোন পথে

মন্দারমণি বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক তৃণমূল নেতার। মৃতের নাম আবুল নাসার। বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙায়। আবুলের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান। ঘটনার তদন্তে নেমে তৃণমূল নেতার বান্ধবী এবং এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় যুবতী দাবি করেছেন, ধৃত যুবক তাঁর প্রেমিক এবং তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন ‘বন্ধু’ আবুল। শুক্রবার রাতে তাঁদের ঝগড়াঝাটি হয়। কিন্তু খুনের কথা স্বীকার করেননি তিনি। তৃণমূল নেতা খুন হয়েছেন না কি আত্মহত্যা করেছেন, তা জানতে তদন্ত চলছে। আজ ধৃতদের আদালতে হাজির করানো হবে। সংশ্লিষ্ট মামলার ঘটনাপ্রবাহের দিকে নজর থাকবে আজ।

অন্য বিষয়গুলি:

Tigress Kuwait Narendra Modi DA Nabanna Winter TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy