টুইটারে তিনি লিখেছেন, ‘আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের অফিসের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আজ দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, আগে রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’
ফাইল চিত্র।
৭ মার্চ বিধানসভায় বাজেট ভাষণ দেবেন রাজ্যপাল। সেই ভাষণের সরাসরি সম্পচার যাতে ‘ব্ল্যাক আউট’ না করা হয় তা নিশ্চিত করতে স্পিকারকে রাজভবনে ডাকলেন জগদীপ ধনখড়। চিঠি দিয়ে তিনি দুপুর ২টোর সময় রাজভবনে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আসতে বলেছেন।
প্রসঙ্গত ২০২০ এবং ২০২১ সালে বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্যপালের ভাষণের সরাসরি সম্প্রচার ‘ব্ল্যাক আউট’ করার অভিযোগ ওঠে। খোদ রাজ্যপালও এই নিয়ে স্পিকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাই এবার যেন সেই একই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বার্তা স্পিকারকে দেবেন বলেই এক টুইটে রাজ্যপাল জানিয়েছেন। তিনি লিখেছেন,‘ আইনসভার কার্যবিধির পবিত্রতা এবং রাজ্যপালের অফিসের মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে আজ দুপুর ২টোয় রাজ্যপালের সঙ্গে বিধানসভার স্পিকারের একটি নির্ধারিত বৈঠক হবে। কারণ, আগে রাজ্যপালের ভাষণের ‘সরাসরি সম্প্রচার’ ‘ব্ল্যাক আউট’ করে দেওয়া হয়েছিল।’
প্রসঙ্গত এর আগে বাজেট অধিবেশন শুরু সময় নিয়েও বিতর্ক ছড়ায়। টাইপোগ্রাফির ভুলে দুপুর ২টোর বদলে রাত ২টো হয়ে যায়। মুখ্যসচিব ও রাজ্যপালের বৈঠকের পর সেই বিতর্কের অবসান হয়েছে। বৈঠকে সোমবার বাজেট শুরু হবে দুপুর ২টো থেকে নিয়ম অনুযায়ী রাজ্যপাল অধিবেশনের শুরুতেই ভাষণ দেবেন।
WB Guv: The focus of the scheduled meeting of WB Assembly Speaker with Guv today at 2 PM would be to ensure sanctity of proceedings and dignity of the office of Guv as during earlier such addresses these were compromised with “black out” of “live coverage” of the Guv address. pic.twitter.com/lnGXrPLPtc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy