অমিত শাহ। —ফাইল চিত্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক সফরে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। রাজ্য সফরে এসে পেট্রাপোল সীমান্তে সরকারি অনুষ্ঠান এবং তার পরে বিধাননগরে বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শাহ। রাজ্য বিজেপি অবশ্য এই অভিযোগে আমল দেয়নি।
উত্তর ২৪ পরগনা জেলায় দুই বিধানসভা কেন্দ্র হাড়োয়া ও নৈহাটিতে উপনির্বাচন আসন্ন, তাই জেলায় আদর্শ আচরণবিধি জারি আছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও) চিঠি দিয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর অভিযোগ, ওই জেলায় সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাতে আদর্শ আচণরবিধি লঙ্ঘন করা হয়েছে। সরকারি সব রকম ব্যবস্থাও ব্যবহার করা হয়েছে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়া ওই জেলায়। সিইও-র কাছে বক্সীর দাবি, শাহকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হোক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বকে এনে এই রকম ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হোক।
তৃণমূলের উদ্দেশে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা বলেছেন, ‘‘রাজনীতি করুন। কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে রাজনীতি করবেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যা আশঙ্কার, সেই কথা বলেছেন।’’ তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কী হয়, ভুলে গেলেন? ধূপগুড়ির উপনির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গেলেন?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy