Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Udayan Guha

ভাঙা হাতের ছবি দেখিয়ে ‘জগদীপবাবু’কে উত্তরে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেতা উদয়ন

নেটমাধ্যম মারফত কি তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ হুমকি দিলেন রাজ্যপালকে?

নেটমাধ্যম মারফত কি উদয়ন গুহ হুমকি দিলেন রাজ্যপালকে?

নেটমাধ্যম মারফত কি উদয়ন গুহ হুমকি দিলেন রাজ্যপালকে?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৮:৫২
Share: Save:

নেটমাধ্যম মারফত কি তৃণমূলের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ হুমকি দিলেন রাজ্যপালকে? রবিবার দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়কের একটি ফেসবুক পোস্টকে ঘিরে জোর বিতর্ক দাঁনা বেঁধেছে। রবিবার সকালে নিজের ভাঙা হাতের ছবির ছবি পোস্ট করে উদয়ন লেখেন, ‘যতদিন না হাতের এই দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপবাবুকে বার বার দিনহাটায় আসতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে’। প্রসঙ্গত, এ বারের ভোটে দিনহাটায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে ৬৯ ভোটে হেরে যান উদয়ন। তৃণমূলের দাবি মেনে পুনর্গণনার হলে তাতেও ৫৭ ভোটে হেরে যান তিনি। ফলাফল ঘোষণার পরেই দিনহাটার একটি ক্লাবের কাছে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় হাত ভাঙে প্রাক্তন বিধায়কের, ফেটে যায় তাঁর মাথাও। তার পর থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বর্তমানে কলকাতাতেই রয়েছেন তিনি। নিজের আস্তানা থেকেই রবিবার নিজের ভাঙা হাতের ছবি দিয়ে ওই কথাগুলি লেখেন উদয়ন।

নেটমাধ্যমে তাঁর এমন আক্রমণাত্মক পোস্ট প্রসঙ্গে জানা গিয়েছে, ভোটের পরেই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে সঙ্গী করে কোচবিহারের ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল। মাথাভাঙা, শীতলকুচি, দিনহাটা ঘুরে সন্ত্রাসের জন্য শাসকদলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছিলেন তিনি। তাই এতদিন পরে হলেও, রাজ্যপালকে সেই পরিদর্শনের জবাব দিয়েছেন উদয়ন। তবে নিজের পোস্ট প্রসঙ্গে দিনহাটার প্রাক্তন বিধায়ক বলেছেন, ‘‘আমি আমার মতো করে লিখেছি। এবার যে যাঁর মতো করে বিষয়টি বুঝছেন। আমি এর বেশি কিছুই বলতে চাই না।’’

প্রয়াত ফরওয়ার্ড ব্লক নেতা কমল গুহ-র পুত্রকে বরাবরই সংযমী রাজনীতিক হিসেবেই জেনে এসেছে কোচবিহার। তাই তাঁর এমন আক্রমণাত্মক পোস্ট কিছুটা হলেও বেমানান ঠেকেছে তাঁর পরিচিতদের কাছে।

উল্লেখ্য, দিনহাটায় জিতেও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ। তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, উপনির্বাচনে আবারও উদয়নকে প্রার্থী করতে পারেন মমতা। কোচবিহারের এক তৃণমূল নেতার কথায়, ‘‘সেই আভাস পেয়েই উদয়ন এমন আক্রমণাত্মক পোস্ট করেছেন।’’ তাঁর আরও বক্তব্য, ‘‘সারা রাজ্যে বিজেপি-র ফলাফল খারাপ হলেও, কোচবিহারের কিন্তু যথেষ্টই ভাল ফল করেছে তারা। এমতাবস্থায় বিজেপি-র সঙ্গে চোখে চোখ রেখে যে তিনি লড়াই করতে পারবেন, সে কথা দলকে বোঝাতেই এমন পোস্ট করেছেন উদয়ন।’’

অন্য বিষয়গুলি:

TMC Social Media Jagdeep Dhankhar Udayan Guha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy