প্রতীকী ছবি।
সিপিএমের এনআরসি-বিরোধী পথসভায় বক্তৃতা করছেন কোতুলপুরের ব্লক তৃণমূল সভাপতি প্রবীর গরাই। শুনছেন সিপিএম নেতাকর্মীরা। বৃহস্পতিবার প্রবীরবাবুর বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই তোলপাড় বিষ্ণুপুরের রাজনীতি। কেন সিপিএমের মঞ্চে? প্রবীরবাবুর যুক্তি, ‘‘লাল আমাদের সবচেয়ে প্রিয় রং। শরীরের ভেতরের রক্ত কি সবুজ হতে পারে?’’
মঙ্গলবার সন্ধ্যায় কোতুলপুরে এনআরসি-বিরোধী পথসভা ছিল সিপিএমের। সকলকে অবাক করে সেখানে হাজির হন প্রবীরবাবু। বক্তৃতাও করেন। ‘লালকে কেন ভয়’ বলে গানও গেয়ে ওঠেন। বৃহস্পতিবার সেই বক্তৃতার ভিডিয়ো ভাইরাল হয়। তৃণমূলের বিষ্ণূপুর সাংগঠনিক সভাপতি শ্যামল সাঁতরার প্রতিক্রিয়া, “আমি শুনেছি। খোঁজ নিতে হবে। প্রয়োজনে রাজ্য নেতৃত্বকে জানাতে হতে পারে।’’
দল পরোক্ষে সতর্ক করলেও দমে যেতে রাজি নন প্রবীরবাবু। তাঁর বক্তব্য, ‘‘সঠিক কমিউনিস্ট তত্ত্বে বিশ্বাস করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক অভিজ্ঞতা যাঁদের নেই, যাঁরা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন, তাঁরাই আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করবেন।’’ প্রবীরবাবুর প্রশ্ন, ‘‘সিপিএমের সভায় গেলে তৃণমূলের জাত যাবে কে বলেছে? এনআরসি নিয়ে আমাদের মতো সিপিএমও বিরোধিতা করছে।’’
দল যদি ব্যবস্থা নেয়? ওই তৃণমূল নেতার উত্তর, ‘‘ন্যাড়ামাথায় খোঁচার ভয় নেই। দল তাড়িয়ে দিলে চলে যাব।” সিপিএমের দাবি, তাদের সভায় বক্তৃতা করেননি তৃণমূল নেতা। তবে চেষ্টা করেছিলেন। দলের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় বলেন, “এনআরসি বিরোধী কর্মসূচি চলার সময় উনি জোর করে মাইক নিয়ে বক্তৃতা করার চেষ্টা করেন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy