২০১৬-য় উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের শিল্পীদের উপর ভারতে নিষেধাজ্ঞা জারি হয়। বন্ধ ছিল সাংস্কৃতিক আদান-প্রদান। এক সময় পাকিস্তানের নায়ক-নায়িকা থেকে সঙ্গীতশিল্পীরা অহরহ ভারতে এসে কাজ করতেন। কিন্তু দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কারণে সে সব একেবারে বন্ধ হয়ে যায়। সে দেশ থেকে আগত অভিনেতাদের মধ্যে ভারতে যিনি প্রবল জনপ্রিয়তা পান তিনি ফওয়াদ খান। ভারতে মাত্র দু’টি সিনেমা করেছেন। তাতেই দর্শকের হৃদয় কেড়েছেন অভিনেতা। এ বার ৯ বছর পর বলিউডে ফওয়াদ। তবে কি শিথিল হল নিষেধাজ্ঞা?
আরও পড়ুন:
২০১৬ সালে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে শেষ বারের মতো দেখা যায় ফওয়াদকে। তাঁর ভারতে না আসতে পারার বিষয়টি নিয়ে হতাশ হন তাঁর মহিলা অনুরাগীরা। অল্প সময়ের মধ্যেই বলিউডে নায়িকাদের পছন্দের তালিকায় উঠে আসেন তিনি। কিন্তু তার মধ্যে এই নিষেধ যেন অন্তরায় হয়ে দাঁড়ায়। এ বার বাণী কপূরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে দেখা যাবে ফওয়াদকে। সম্প্রতি ছবির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। কিন্তু ছবির শুটিং থেকে আগামী দিনে ছবির প্রচারে ফওয়াদ ভারতে আসেন কি না, সেটা নিয়ে খোলসা করে কিছু জানা যায়নি।