রান্নার গ্যাসের উপর রাখা পাত্রে সদ্য তৈরি হয়েছে সুস্বাদু খাবার। সেই খাবারের রিল ভিডিয়ো তৈরি করতে চায় বালিকা। কিন্তু তার জন্য লাগবে সাহায্যের হাত। এক জন নির্দিষ্ট একটি জায়গায় মোবাইলের ক্যামেরা অন করে স্থির ভাবে দাঁড়িয়ে থাকলে বালিকা নিজের মনের মতো ভিডিয়োটি বানাতে পারে। তাই ভাইদের ডেকে এনেছিল সে। কিন্তু ভাইয়েরা যে ‘অকম্মার ঢেঁকি’! ফোন ঠিক মতো ধরতে না পারায় দুই ভাইকেই মারধর করে রান্নাঘর থেকে বার করে দিল বালিকা। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ভিডিয়ো বানানোর জন্য রান্নাঘরে রাখা পাত্রের পাশে অপেক্ষায় বসে রয়েছে এক বালিকা। সদ্য তৈরি খাবারের রিল ভিডিয়ো তৈরি করতে চায় সে। কিন্তু সে এক হাতে ফোন ধরে কোনও ভাবেই ভিডিয়োটি তৈরি করতে পারবে না। তাই সাহায্যের জন্য দুই ভাইকে ডাক দিল সে। চেয়ার নিয়ে দিদির পাশে চলে গেল তারা।
একে একে দুই ভাইয়ের ‘দক্ষতা’র পরীক্ষা নিতে লাগল বালিকা। ফোনটি কী ভাবে ধরতে হবে তা শিখিয়ে দিল সে। কিন্তু সব কথা মেনে ফোন ধরলেও তা মনে ধরল না বালিকার। ভাইকে বকাঝকা করে রান্নাঘর থেকে বার করে দিল সে। সঙ্গে সঙ্গে চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়ল সে। দ্বিতীয় ভাইও দিদির কাছে পরীক্ষায় পাশ করতে পারল না। রেগে গিয়ে ভাইয়ের মাথায় চড় মেরে তাকেও রান্নাঘর থেকে বার করে দিল বালিকা।