Advertisement
০২ জানুয়ারি ২০২৫
West Bengal Panchayat Election 2023

মনোনয়ন শেষের পর শনিবার কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক ডাকলেন মমতা-অভিষেক

শনিবার বিকেলে কালীঘাটের বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক।

Image of Mamata Banerjee and Abhishek Banerjee.

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (বাঁ দিকে)। অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ১৪:১২
Share: Save:

বৃহস্পতিবার শেষ হচ্ছে পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব। আর তার পরেই দলের নির্বাচনী কমিটিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটে ওই বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেকের জনসংযোগ যাত্রা। কোচবিহার থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচির শেষ দিন অভিষেকের সঙ্গে এক মঞ্চে থাকবেন মমতাও। এর আগে মালদহের ইংরেজবাজারের জনসংযোগ যাত্রার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন, আবারও এই কর্মসূচির শেষ দিনে হাজির হবেন। যদিও ১৯ মে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অভিষেককে নিজাম প্যালেসের অফিসে তলব করলে বাকুঁড়ার পাত্রসায়রের সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেছিলেন মমতা। কিন্তু এ বার পরিস্থিতি ভিন্ন। অতীতে দেখা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা ভোটের প্রচারে সরাসরি নামেন না মুখ্যমন্ত্রী। দলের শীর্ষ নেতৃত্বই এ ক্ষেত্রে ভোটপ্রচার থেকে শুরু করে, সামগ্রিক ভাবে নির্বাচন পরিচালনার কাজ করেন। তবে এ বার পরিস্থিতি ভিন্ন, পঞ্চায়েত নির্বাচনের পর বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভার ভোট দরজায় কড়া নাড়বে। তাই কাকদ্বীপের জনসংযোগ যাত্রার কর্মসূচির পর তিনি আবারও পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আলাদা করে নামেন কি না, তা-ও শনিবারের বৈঠক থেকেই স্পষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য মনোনয়নের প্রথম দিকে শাসক শিবির খানিকটা পিছিয়ে থাকলেও, বুধবার রাত পর্যন্ত পাওয়া খবরে সব বিরোধী দলকে পিছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে তৃণমূল। বুধবার রাত পর্যন্ত ৪৯ হাজার ৪৯১ জন মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের তরফে।

অন্য দিকে, পঞ্চায়েত ভোট ঘোষণার পর সব রাজনৈতিক দল ব্যস্ত ভোটের কাজে। তাই শুক্রবার জনসংযোগ যাত্রার শেষে সভামঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারের ঢাকে কাঠি দেবেন মমতা-অভিষেক। আর তার পর দিনই শনিবারে কালীঘাটে নির্বাচনী কমিটির বৈঠক তলব করেছেন তাঁরা। শুধু উপস্থিত থাকা নয়, পঞ্চায়েত নির্বাচনে দলের কী কী করণীয় তা-ও বাতলে দিতে পারেন তৃণমূলের দুই শীর্ষ নেতা। যদিও, প্রথমে জানা গিয়েছিল শনিবার তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক হবে তৃণমূল ভবনে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে এই বৈঠক হবে। কিন্তু বৃহস্পতিবার জানা যায়, মমতা-অভিষেকের উপস্থিতিতে বৈঠক হবে কালীঘাটেই।

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023 Mamata Banerjee Abhishek Banerjee TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy