Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

মমতার সুরেই পঞ্চায়েতের প্রচারে রাম-বাম-কংগ্রেসকে একই বন্ধনীর মধ্যে রেখে আক্রমণ করলেন অভিষেক

রাম-বাম-কংগ্রেসকে একই বন্ধনীতে রেখে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের প্রচারসভা থেকে মমতাও একই ভাবে আক্রমণ করেন। সেই সুরেই এ বার সরব অভিষেক।

Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১৬:৪২
Share: Save:

মমতার সুরেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করলেন তিনি। রাম-বাম-কংগ্রেসকে একই বন্ধনীর মধ্যে রেখে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘‘বিরোধীরা বলছে নরেন্দ্র মোদীকে হারাতে সবাই এক হয়ে গিয়েছে। আর বাংলায় কী হয়েছে? সিপিএম, কংগ্রেস, বিজেপির জোট হয়েছে। দেখেছেন আপনারা ছবিগুলো? একাধিক খবরের কাগজে বেরিয়েছে। সমাজমাধ্যমেও ঘুরছে। হোর্ডিং আর পোস্টার লাগিয়েছে। একই পোস্টারে পদ্মফুল ও কাস্তে হাতুড়ি তারা। একই পোস্টারে হাত চিহ্ন, কাস্তে হাতুড়ি তারা ও পদ্মের প্রতীক। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে।’’

অভিষেক আরও বলেন, ‘‘এখানে তো তিনটে রাজনৈতিক দল এক হয়ে গিয়েছে। সংবাদমাধ্যম নিয়ে যত কম কথা বলা যায়, ততই ভাল। সঙ্গে রয়েছে বিচার ব্যবস্থার একাংশ। রয়েছে ইডি, সিবিআই। তাদের সঙ্গে রয়েছে সিপিএম, কংগ্রেস, বিজেপি। রামধনু জোট হয়েছে। তার সঙ্গে যুক্ত হয়েছে এসএফআইও এবং আয়কর দফতর।’’ সোমবার কোচবিহারের প্রচারসভা থেকে মমতা বলেছিলেন, ‘‘আমরা দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোটের চেষ্টা করছি। আর এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপির মহাঘোঁট হয়েছে। এই মহাঘোঁট ভেঙে দেব, দিল্লিতে মহাজোটই হবে। সিপিএম অনেক অত্যাচার করেছে, সিপিএমকে আর ফেরাবেন না। কংগ্রেস বিজেপির দোসর, ওদের ভোট দেবেন না।’’ মঙ্গলবার জলপাইগুড়ির প্রচার মঞ্চ থেকে একই সুরে মুখ্যমন্ত্রীও আক্রমণ করেছেন বামফ্রন্ট-কংগ্রেস ও বিজেপিকে।

অভিষেক বলেন, ‘‘ভোট দেওয়ার সময় ভোটারদের মনে রাখতে হবে, সিপিএম কংগ্রেস তো জোটেই লড়ছে। কোথাও কোথাও জোট হয়নি, পৃথক ভাবে প্রার্থী দিয়েছে। কোথাও সিপিএম, কংগ্রেস, বিজেপির মধ্যে জোট হয়েছে। এক জন মাত্র বিরোধী প্রার্থী রয়েছে। এই তিনটি দলই আপদ আর বিপদ। আর জোড়াফুল হচ্ছে নিরাপদ। আপনাদের ভোট আপদে না বিপদে, না নিরাপদে তা আপনাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে।’’

উল্লেখ্য, সম্প্রতি পটনায় বিজেপি বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। সেই বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির ছবি প্রকাশ্যে এলে আক্রমণ শুরু করে বিজেপি। গেরুয়া শিবির থেকে বলা হয়, বিজেপির বিরুদ্ধে একজোট হয়েছে কংগ্রেস-সিপিএম ও তৃণমূল। পাল্টা মমতা ভোট প্রচারে নেমে বিরোধী তিন দলের জোটকে মহাঘোঁট বলে আক্রমণ করেছেন। আর অভিষেকও দলনেত্রীর দেখানো পথে হেঁটে আক্রমণ শানালেন পঞ্চায়েত ভোটের নিচুতলায় হওয়া বাম-কংগ্রেস-বিজেপির ‘জোট’কে।

অন্য বিষয়গুলি:

West Bengal Panchayat Election 2023 Panchayat Election 2023 Abhishek Banerjee tmc leader Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy