Advertisement
০৫ নভেম্বর ২০২৪
kona

Kona Expressway: কোনা এক্সপ্রেসওয়েতে যানজট কমাতে আরও তিন-চারটি ট্রাক টার্মিনাল তৈরির সিদ্ধান্ত রাজ্যের

বর্তমানে রাজ্য প্রশাসনের সদর দফতর হাওড়ায়। কিন্তু কোনা এক্সপ্রেসওয়েতে দিন দিন যানজট বেড়ে যাওয়ায়পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হচ্ছে ট্রাফিক প্রশাসনের। বাণিজ্যিক ভাবেওকোনা এক্সপ্রেসওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ওই পথ দিয়ে যাতায়াতের বিষয়টি সুগম করতেই নতুন পরিকল্পনা নিচ্ছে প্রশাসনের শীর্ষ কর্তারা।

কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে তিন চারটি ট্রাক টার্মিনাল করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।

কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে তিন চারটি ট্রাক টার্মিনাল করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ২১:০৩
Share: Save:

কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের সমস্যা কাটাতে তিন-চারটি ট্রাক টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে একটি বৈঠক হয়। সেই বৈঠকেই ঠিক হয় ওই এলাকার যানজট কমাতে নতুন করে তিন থেকে চারটি ট্রাক টার্মিনাল তৈরি করা হবে।

বর্তমানে রাজ্য প্রশাসনের সদর দফতর হাওড়ায়। কিন্তু কোনা এক্সপ্রেসওয়েতে দিন দিন যানজট বেড়ে যাওয়ায়পরিস্থিতি সামাল দিতে অসুবিধা হচ্ছে ট্রাফিক প্রশাসনের। বাণিজ্যিক ভাবেওকোনা এক্সপ্রেসওয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই ওই পথ দিয়ে যাতায়াতের বিষয়টি সুগম করতেই নতুন পরিকল্পনা নিচ্ছে প্রশাসনের শীর্ষ কর্তারা।

১৪.১৭ কিলোমিটার কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতায় প্রবেশ করা যায়।কিন্তু ট্রাক চলাচলের কারণে দিনের বেলা তো বটেই, রাতের বেলাতেও ব্যাপক যানজটের সম্মুখীন হতে হচ্ছে। তাই দীর্ঘদিনের এই অভিযোগের কথা মাথায় রেখেই মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই যানজটের সমস্যা মেটাতে ট্রাক টার্মিনাল তৈরিতে মত দেন উপস্থিত প্রশাসনিক আধিকারিকেরা।

বৈঠকে নেওয়া সিদ্ধান্ত দ্রুত কার্যকর করতে পূর্ত ও পরিবহণ দফতরের শীর্ষ আধিকারিকদের বুধবারই কোনা এক্সপ্রেসওয়েতে এলাকা পরিদর্শনে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। দুই দফতর একযোগে পরিদর্শনের পর একটি রিপোর্ট জমা দিতে পারে মুখ্যসচিবের দফতরে। তারপরেই এ বিষয়ে পদক্ষেপ করবে প্রশাসন। এমনটাই নবান্ন সূত্রে খবর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE